|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: চেনা ছকের বাইরে গিয়ে পালিত হলো জন্মদিন দিনকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠান। বুড়িশোলের শিশুদের সাথে নিজের জন্মদিনের আনন্দ ভাগ করে নিল বছর দশেক বয়সের আদৃতা।পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি থানার আইসি গোপাল বিশ্বাস ও তাঁর স্ত্রী কোয়েল বিশ্বাসের কন্যা আদৃতার জন্মদিন ছিল গত ৫ ই জানুয়ারি।আর মেয়ের জন্মদিনটা একটু অন্যভাবে পালন করতে চেয়েছিলেন বিশ্বাস দম্পতি।আর এই কাজে তাঁর সঙ্গে পেয়ে যান ফেসবুক গ্রুপ “ছত্রছায়া”কে। এই জন্মদিনের উৎসবকে সামনে রেখে বিশ্বাস পরিবার শুক্রবার সকালে পৌঁছে গিয়েছিলেন বুড়িশোলে সঙ্গে ছিল টিম ছত্রছায়া।আর সেখানেই বুড়িশোল গ্রামের দেড়শতাধিক কচিকাঁচার সাথে জন্মদিনের উৎসবের আনন্দ ভাগ করে নিল আদৃতা। এদিন বিশ্বাস পরিবারের উদ্যোগে এবং ছত্রছায়ায় ব্যবস্থাপনার দেড়শতাধিক শিশুর জন্য, ভাত, ডাল, ফুলকপির তরকারি, মাছের ঝাল, মাংসের ঝোল, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টিসহ মধ্যাহ্নভোজের ব্যবস্থার পাশাপাশি কিছু উপহার তুলে দেওয়া হয়।লকডাউনের সময় এই ছোট্ট আদৃতা তার জমানো টাকা ছত্রছায়ার হাতে তুলে নজির সৃষ্টি করেছিল। উপস্থিত ছিলেন বুড়িশোল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ ঘোষ, সহকারী শিক্ষক বিপ্লব মুখার্জী ও পার্শ্ব শিক্ষক বিশ্বশান্তি নায়েকসহ অন্যান্যর। আদৃতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ছত্রছায়ায় পক্ষ নতুন ঘোষ জানান, এই ধরনের আয়োজনে অংশ হতে পেরে তাঁরা গর্বিত।