অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার ও হেডমিসট্রেসের সাধারণ সভা

নূর আহমেদ, মেমারি : ১০ নভেম্বর রবিবার পূর্ব বর্ধমান জেলার মেমারিতে আয়োজিত হলো অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার ও হেডমিসট্রেসের সাধারণ বার্ষিত সভা। মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যা মন্দির শাখা ২ এর সভাকক্ষে আয়োজিত সাধারণ সভার পূর্বে সংস্থার পতাকা উত্তোলন ও ঈশ্বর বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করা হয়। বর্ধমান সদর সাউথ সাব ডিভিশন অন্তর্গত হাই স্কুলের প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকাদের নিয়ে গঠিত অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার ও হেডমিসট্রেস সংগঠনের পঞ্চম বর্ষ সাধারণ সভায় মেমারি ১ ও ২, জামালপুর, খন্ডঘোষ, রায়না ১ ও ২, ব্লকের শতাধিক প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকা অংশগ্রহণ করেন। কুলীন গ্রাম হাইস্কুলের প্রধান শিক্ষক ও সংগঠনে পূর্ব বর্ধমান জেলা শাখার কোষাধ্যক্ষ সোমনাথ সিনহা জানান, সাধারণ সভায় মূলত রাজ্যে ছাত্রছাত্রীদের শিক্ষার মানের সমৃদ্ধির বিষয়ে আলোচনা ছাড়াও পেশাগত বিভিন্ন সমস্যাগুলি বিষয়ে আলোচনা হয়।সংগঠনের পক্ষ থেকে সরকারে কাছে তাদের দাবী কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সুষ্ঠ পরিবেশ, শিক্ষা বর্হিভূত বিভিন্ন সরকারী কাজ করতে হয় সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ, বেতন বঞ্চনা নিয়ে সরকারে সাথে আলোচনা ছাড়াও বিবিধ বিষয় নিয়ে মতবিনিময় হয়। মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যা মন্দির শাখা ২ এর প্রধান শিক্ষক সুব্রত মুখার্জী ও সংগঠনের সদস্য বলেন, অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার ও হেডমিসট্রেস সারাবছর ধরে বিভিন্ন সমাজসেবামূলক কাজে লিপ্ত। করোনাকালে রাজ্যের বিভিন্ন জায়গায় অসহায় মানুষদের অক্সিজেন কনসেনট্রেটর ও অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। এদিনের সাধারণ সভায় উপস্থিত সকল প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে আগামী বছরের জন্য অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার ও হেডমিসট্রেসের সভাপতি মনোনীত হলেন বড়পলাশন হাই স্কুলের প্রধান শিক্ষক বিনয় দাস ও সম্পাদক মনোনীত হলেন মোহিনীমোহন হাই স্কুলের প্রধান শিক্ষক ধীমান মন্ডল।