কুলতির পাঁচুগোপাল মন্দিরে দুঃসাহসিক চুরি

বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা :
রাতের অন্ধকারে মন্দিরে তালা ভেঙে চুরি করে নিয়ে গেল দুষ্কৃতীরা। আর তাতেই আতঙ্কের সৃষ্টি হল তিন নম্বর মধুসূদন পুর এলাকায়। গত সোমবার প্রত্যুষে পূজারী পূজার উদ্দেশ্যে মন্দিরে গিয়ে দেখতে পান মন্দিরে তালা ভেঙে বাবা পাঁচু গোপাল মন্দিরের বিগগ্রহের সমস্ত সোনার অলংকার,প্রণামীর টাকা ও পূজার বাসনপত্র সহ একাধিক জিনিসপত্র চুরি হয়েছে। প্রত্যুষে পূজা দেওয়ার উদ্দেশ্যে মন্দিরে গিয়ে দেখেন মন্দিরের জিনিসপত্র এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে আছে। তালা ভাঙ্গা এবং মন্দিরের বিগ্রহ বহুমূল্যবান সোনা গয়না না দেখতে পেয়ে সাথে সাথে তিনি মন্দির কমিটিকে জানায়। মন্দির কমিটি কুলতলী থানায় অভিযোগ দায়ের করার সাথে সাথেই কুলতলী থানার আধিকারিক মন্দির প্রাঙ্গণে এসে তদন্ত শুরু করেন। এলাকার মানুষের দাবি মন্দিরের বিগ্রহ সহ নগদ অর্থ বেশ কয়েক লক্ষ টাকার কে বা কারা চুরি করল রাতের অন্ধকারে। মন্দিরে তালা ভেঙে নিয়ে যাওয়ায় প্রশ্ন চিহ্ন তুলতে শুরু করেছে এলাকার মানুষজন। কুলতলী থানার পক্ষ থেকে এলাকাবাসীদের আশ্বস্ত করা হয়েছে। তদন্ত চলছে খুব শীঘ্রই ধরা পড়বে দুষ্কৃতীরা।