১০ বছর খেয়ে মধু, মীরজাফর এখন সাজছে সাধু কুলতলির সভা থেকে শুভেন্দু অধিকারিকে বেনজির আক্রমণ অভিষেকের

নিজস্ব সংবাদদাতা, কুলতলী: ভিক্টোরিয়া মেমেরিয়ালে নেতাজী জয়ন্তীর অনুষ্ঠানে জয় শ্রীরাম ধ্বনি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানালেন যুব তৃণমূল সভাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি। রবিবার দক্ষিণ ২৪ পরগনার কুলতলির জামতলা পেট্রোল পাম্পের মাঠে এক দলীয় সভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন,‘‌ দেশের প্রধানমন্ত্রী, রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর সরকারি সভাতে জয় শ্রী রাম ধ্বনি দিয়ে অপমান করা হয়েছে। কারণ এটি কোন ধর্মীয় বা রাজনৈতিক মঞ্চ ছিল না। সেজন্য মুখ্যমন্ত্রী বক্তৃতা না দিয়ে প্রতিবাদ করেছেন। এরাই বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল। এরা বারে বারে বাঙালির মনিষীদের অপমান করেছেন।’‌ “১০ বছর খেয়ে মধু মীরজাফর এখন সাজছে সাধু” দক্ষিণ ২৪ পরগনার কুলতলির সভা থেকে নাম না করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন যুব তৃণমূল আয়োজিত জনসভায় যোগ দিয়ে সারদার কর্নধার সুদীপ্ত সেনের একটি চিঠি থেকে উদ্ধৃতি দিয়ে শুভেন্দুকে এক হাত নিলেন অভিষেক।

    শুভেন্দুর বিরুদ্ধে ৬ কোটি টাকা নেওয়ার অভিযোগ তোলেন তিনি। সভা মঞ্চ থেকে অভিষেক বলেন, “কত ক্ষমতা আছে, আয় লড়বি। আমি তোর বিরুদ্ধে প্রমান দিয়েছি। তুই সরাসরি যুক্ত। আমার বিরুদ্ধে সরাসরি প্রমান দে আমি নিজে ফাঁসি নেব।” আগামী দিনে কড়ায়-গণ্ডায় বুঝে নেওয়ারও হুঁশিয়ারিই দেন তিনি। কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা উল্লেখ করে অভিষেকের আওয়াজ, “আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই স্বজনহারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। বক্তব্যের মাঝে তিনি বলেন “নাম করে ঘুষখোর শুভেন্দু অধিকারী” নাম করেই বিজেপির পরিবারতন্ত্রকে আবারও উস্কানি তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়ের ক্ষমা চাওয়া মন্তব্যে তিনি বলেন”তিন বছর ধরে ঘুমিয়ে এখন ঘুম থেকে উঠেছি যত ওনাকে দেখবে তৃণমূলের ভোট ততই বাড়বে”নারোদা কাণ্ড নিয়ে আবারও খোঁচা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন নারদ আর টিভির পর্দায় আপনাকে তাহলে মরে টাকা নিতে দেখা গিয়েছে। আমার নাম করেই আপনি অনেক টাকা নিয়েছে আমার তো আপনার বিরুদ্ধে মানহানির মামলা করা উচিত। জেলা ৩১ বিধানসভার মধ্যে যেকোনো একটি বিধানসভা আপনি দাঁড়ান হারানোর দায়িত্ব আমার।ভাষায় আক্রমণ শানানো অভিষেক বন্দ্যোপাধ্যায়।
    চেনা ছন্দে আবারো বিজেপির নেতার বহিরাগত ইস্যু নিয়ে কার্যত তুলোধোনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে ইঞ্চি ইঞ্চি তে বুঝে নেওয়ার হুমকি। আগামী বিধানসভা নির্বাচনে ৩১ টি বিধানসভার মধ্যে ৩১ থেকে জয়লাভ করার আশাবাদী অভিষেকপরিবারতন্ত্র নিয়ে সংসদে বিল আনার দাবি জানিয়ে অভিষেক বলেন,‘‌ কৈলাশ বিজয়বর্গীয়, মুকুল রায়, রাজনাথ সিং, শুভেন্দু অভিকারীর পরিবারের একাধিক মানুষ রাজনীতি করেন। আমিও চাই দেশে আইন হোক পরিবারের একজনই রাজনীতি করতে পারবেন। আমি এই আইন পাশ হলেই প্রথম সমর্থন করব, এবং রাজনীতি ছেড়ে দেব।’‌ রাজ্য সরকারের প্রকল্পের সাফল্য তুলে ধরে আগামী দিনে এই জেলার ৩১টি আসন জয়লাভ করার চ্যালেঞ্জ জানান অভিষেক। সভায় ছিলেন সাংসদ শুভাশিষ চক্রবর্তী, শান্তনু সেন, মন্ত্রী গিয়াসুদ্দিন মোল্লা-‌সহ একাধিক বিধায়ক।