দীর্ঘ ১৯ মাস কারাবাসের পর অবশেষে জামিন পেলেন সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়।

নতুন গতি ওয়েব ডেস্কঃ সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় অবশেষে ভুবেনশ্বর জেল থেকে জামিন পেলেন।  আই-কোর চিটফান্ডকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে ২০১৮সালের ২০ই ডিসেম্বর কেন্দ্রীয় তদন্ত কারী সংস্থা সিবিআই গ্রেপ্তার করেছিল। দীর্ঘ ১৯ মাস কারাবাসের পর অবশেষে জামিন পেলেন সাংবাদিক সুমন । বুধবার সুপ্রিম কোর্টের বিচারক এক নির্দেশে তার জামিন মঞ্জুর করেন । বর্তমানে গুরুতর অসুস্থতা নিয়ে ওড়িশ্যার ভুবনেশ্বরের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন।

    সুমন চট্টোপাধ্যায়ের জামিন পাওয়ার খবর ফেসবুকে জানিয়েছেন তাঁর স্ত্রী কস্তুরী চট্টোপাধ্যায়। সঙ্গে রায়ের প্রতিলিপিও পেশ করেছেন তিনি। বুধবার সুপ্রিম কোর্টে বিচারপতি ফালি নরিমান, বিচারপতি নবীন সিনহা ও বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের কোরামে ভিডিয়ো কনফারেন্সিংয়ে শুনানি হয় এই মামলার।
    তাতে সুমনবাবুর আইনজীবীদের সওয়াল শোনার পর আদালত রায়ে জানায়, হৃদযন্ত্র গুরুতর সমস্যা ও ফুসফুসে সংক্রমণ নিয়ে ভুবনেশ্বরের অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন সুমন চট্টোপাধ্যায়। ফলে তাঁর করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। এটাই তাঁর জামিন পাওয়ার জন্য যথেষ্ট কারণ বলে আমাদের মনে হয়েছে। নিম্ন আদালতের অনুমতি নিয়ে সুমন চট্টোপাধ্যায়কে জামিনের নির্দেশ দেয় সুমনবাবুকে।

     

    সুপ্রিম কোর্টের আদেশ। সুমনের জামিন…

    ITEM NO.10 Court No. 4 SECTION II-B
    (Through Video Conferencing)
    SUPREM E COURT OF INDIA RECORD OF PROCEEDINGS
    Petition(s) for Special Leave to Appeal (Crl.) No. 2895/2020 (Arising out of impugned final judgment and order dated 04-06-2020 in BLAPL No. 2569/2020 passed by the High Court of Orissa at Cuttack)
    SUMAN CHATTOPADHYAY
    REPUBLIC OF INDIA
    VERSUS
    Petitioner(s)
    Respondent(s)
    (FOR ADMISSION AND I.R. AND IA NO. 57879/2020 APPLICATION FOR EARLY HEARING AND I.A NO. 57880/2020 EXEMPTION FROM FILING AFFIDAVIT)
    Date : 22-07-2020 This matter was called on for hearing today.
    CORAM : HON’BLE MR. JUSTICE ROHINTON FALI NARIMAN
    HON’BLE MR. JUSTICE NAVIN SINHA
    HON’BLE MS. JUSTICE INDIRA BANERJEE
    For Petitioner(s)
    For Respondent(s)
    Mr. Bishwajit Bhattacharyya, Sr. Adv.
    Mr. Abhijit Bhattacharyya, Adv.
    Mr. Chandrachur Bhattacharyya, Adv.
    Mr. Sahil Tagotra, AOR
    Mr. K. M. Nataraj, ASG.
    Mr. Sharath Nambiar, Adv.
    Mr. B. K. Satija, Adv.
    Mr. Arvind Kumar Sharma, AOR
    UPON hearing the counsel the Court made the following ORDE R
    Given that the petitioner is currently in the Apollo Hospital in Bhubaneswar with serious heart trouble and lung infections and may therefore, be even more prone to Covid-19 than other prisoners, we think this one good reason for releasing the petitioner on bail. The petitioner be released on bail to the satisfaction of the trial Court immediately.
    The special leave petition stands disposed of.
    Pending applications stand disposed of.
    (NIDHI AHUJA) (NISHA TRIPATHI)
    AR-cum-PS BRANCH OFFICER