কয়েক দিন পরেই ধর্মরাজ পুজোয় মেতে উঠবেন গ্রামের বাসিন্দারা

নিজস্ব প্রতিবেদক:- নিয়ে আসা হয় পবিত্র গঙ্গা জল। গ্রামের পুরুষ ও মহিলারা একত্রিত হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মোট ১০৮ ঘড়া গঙ্গা জল নিয়ে আসেন। আর সেই জল মন্দিরের চুড়ায় ঢেলে চলে শুদ্ধিকরণ পর্ব। এই মন্দিরের পূর্ণ সংস্কার উপলক্ষে বিশেষ হোম যজ্ঞ সহকারে পুজো অর্চনার আয়োজন করা হয়। আর কয়েক দিন পরেই ধর্মরাজ পুজোয় মেতে উঠবেন গ্রামের বাসিন্দারা। গ্রাম বাংলার প্রাচীন পুজোগুলির মধ্যে অন্যতম হল এই ধর্মরাজ পুজো। মাথায় করে ধর্মরাজ ঠাকুর কে নিয়ে এসে মন্দিরে স্থাপন করে পুজো করা হয়। আর সেই পুজোর আগেই এই মন্দিরের পুর্ণ সংস্কার করা হল। পঞ্চ পূজারীর মধ্যে দিয়েই পূজো আর্চনা সম্পন্ন করা হয়।