|
---|
দীর্ঘদিনের আবেদনের পর গড়ে উঠলো ব্যাবসায়ীক সংগঠন হরিশ্চন্দ্রপুর চেম্বার অফ কমার্স
মালদা: মালদহের হরিশ্চন্দ্রপুর এলাকার ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির ফলে অবশেষে গঠন করা হলো হরিশ্চন্দ্রপুর চেম্বার অফ কমার্স। ব্যাবসায়ীদের দীর্ঘদিনের আবেদনের পর মালদা চেম্বার অফ কমার্সের একটি শাখা গড়ে তোলা হল হরিশ্চন্দ্রপুরে। রবিবার দুপুরে হরিশ্চন্দ্রপুর টাউন লাইব্রেরী মাঠে একটি অতিথি আবাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু, তারকেশ্বর রায়, প্রবীণ কেডিয়া, পাবন কেডিয়া সহ হরিশ্চন্দ্রপুর ব্যবসায়ী সংগঠনের সকল সদস্যরা।
হরিশ্চন্দ্রপুর ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি ছিল হরিশ্চন্দ্রপুর এ ব্যবসায় সংগঠন গড়ে তোলা হোক অবশেষে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের তত্ত্বাবধানে হরিশ্চন্দ্রপুর চেম্বার অফ কমার্স গঠন করা হয়। হরিশ্চন্দ্রপুরের সকল ছোট বড় ব্যবসায়ীরা এই সংগঠনের অন্তর্ভুক্ত থাকবে বলে জানিয়েছেন জয়ন্ত কুন্ডু। ব্যবসায়ীদের সমস্ত সুযোগ সুবিধা থেকে শুরু করে নিরাপত্তা সমস্ত ব্যাপারটাই মার্চেন্ট কমিটি থেকে দেখভাল করা হবে বলে জানিয়েছেন তিনি। হরিশ্চন্দ্রপুরের বিখ্যাত জিনিস মাখনা চাষ। এই মাখনা চাষকে নিয়ে যাতে ইন্ডাস্ট্রি গড়ে তোলা যায় সেই আবেদন রাখবেন তারা। এছাড়াও মুখ্যমন্ত্রীর কাছে কমিটি থেকে দাবি করা হয়েছে উত্তর মালদার জন্য ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার খুলতে হবে। সদস্যদের দাবি এখানে কোল্ড স্টোরেজ নেই, যার ফলে লোকসান করে হলেও সব্জি বিক্রি করে দিতে হয়। ব্যবসায়ীদের দাবি যত তাড়াতাড়ি সম্ভব হরিশ্চন্দ্রপুরে কোল্ড স্টোরেজ খোলা হোক। এবং তিনি জানান, পান ব্যবসায়ী থেকে শুরু করে সমস্ত ধরণের ব্যবসায়ী এই সংস্থার সঙ্গে যুক্ত হতে পারে।
হরিশ্চন্দ্রপুর চেম্বার অফ কমার্সের সদস্য সুব্রত দাস জানান, “আমরা খুব গর্বিত। আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা সংস্থার সাথে জড়িত হয়ে একটা ইউনিট হিসেবে কাজ করার। আমি শুনেছি আগে ছিল কিন্তু বর্তমান তার কোনো কার্যপদ্ধতি ছিল না। এবার আগামীদিনে এক ইউনিট হয়ে কাজ করব। ছোটো বড়ো প্রতিটা ব্যাসায়ীর পাশে দাঁড়াবো এটাই লক্ষ্য।এর মধ্যে কোনো রাজনৈতিক প্রেক্ষাপট নেই। এটা সম্পূর্ণ আমাদের ব্যবসায়ীদের সংগঠন।”
মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু জানান, “আজকে হরিশ্চন্দ্রপুরের ব্যবসায়ীরা চেম্বার অফ কমার্স গঠন করেছে। আজ তাদের নতুন কমিটি গঠন করা হল। হরিশ্চন্দ্রপুরের ব্যবসায়ীদের উপর বেশ রাজনৈতিক অত্যাচার আছে এবং আগেও ছিল। আজকের পর ব্যাবসায়ীদের উপর আর কোনোরকম অত্যাচার হলে আমরা রুখে দাঁড়াবো। আগামীদিনে এলাকার সমস্ত ছোটো ছোটো ব্যবসায়ীদের নিয়ে আরও শক্তিশালী সংগঠন আমরা গড়ে তুলবো। আশা করব এরপর হরিশ্চন্দ্রপুরের ব্যবসায়ীরা এখানে ব্যবসা করে সন্তষ্ট হবেন।”
হরিশ্চন্দ্রপুরে বিভিন্ন সময় ব্যবসায়ীদের বিভিন্নভাবে আক্রান্ত হতে দেখা গেছে। তাই তাদের দীর্ঘদিনের দাবি ছিল মার্চেন্ট কমিটি গঠন করার। আজ সেই কাজ সম্পন্ন হল। তাই তারা নিজেদের সুরক্ষার জন্য নিজেদের মধ্যে সংগঠন গড়ে তুললেন। যাতে কোনোরকম বিপদে পড়লে সংগঠনের মাধ্যমে একত্রিত হয়ে বিপদের মোকাবিলা করতে পারে।