|
---|
নিজস্ব সংবাদদাতা: করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল ভারত-বাংলাদেশ অন্তর্দেশীয় রেল পরিষেবা। আজ আবার চালু হলো এই পরিষেবা। কলকাতা স্টেশন থেকে বন্ধন এক্সপ্রেস আজ বাংলাদেশের খুলনা অভিমুখে যাত্রা করে।
2020 সালের 15 ই মার্চ থেকে বন্ধন এক্সপ্রেস চলাচল বন্ধ হয়ে যায়। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরেও বন্ধ ছিল বন্ধন এক্সপ্রেস চলাচল। পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হয় বন্ধন এক্সপ্রেস চালু করার।অবশেষে আজ কলকাতা স্টেশন থেকে বাংলাদেশের খুলনা অভিমুখে যাত্রা করে বন্ধন এক্সপ্রেস।