প্রায় ১৪ বছর পর মালদা জেলা কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি’র কর্মী সম্মেলন

প্রায় ১৪ বছর পর মালদা জেলা কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি’র কর্মী সম্মেলন

     

     

     

     

    নতুন গতি, মালদা : প্রায় ১৪ বছর পর মালদা জেলা কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো গত কালকে। বৃহস্পতিবার দুপুরে মালদা শহরের রামকৃষ্ণপল্লী সংলগ্ন এলাকার একটি বেসরকারি প্রেক্ষাগৃহে ওই সংগঠনের এই কর্মী সম্মেলনটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সুজাপুরের কংগ্রেস বিধায়ক ইশাখান চৌধুরী, আইএনটিইউসি’র রাজ্য সভাপতি মহম্মদ কামরুজ্জামান, সংগঠনের জেলা সভাপতি লক্ষ্মী গুহ সহ বিশিষ্টজনেরা। এদিন দিল্লি থেকে এই সংগঠনের কয়েকজন প্রতিনিধিরা এসেছিলেন । এদিনের এই সংগঠনে মূলত বিড়ি শ্রমিক থেকে পরিযায়ী শ্রমিকদের নানান সমস্যা নিয়ে আলোচনা করা হয় । পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনে আইএনটিইউসি’র ভূমিকা কিরূপ থাকবে তা নিয়েও কর্মী-সমর্থকদের মধ্যে মতামত বিনিময় করেন সংগঠনের নেতারা।

    এদিন সাংবাদিক বৈঠকে আইএনটিইউসি’র রাজ্য সভাপতি মহম্মদ কামরুজ্জামান বলেন, জোট হয়ে যদি নির্বাচন লড়াই হয় তাহলে সংগঠন দলের হাইকমান্ডের নির্দেশে কাজ করবে । তবে মালদা এবং মুর্শিদাবাদ জেলায় বিড়ি শ্রমিক এবং পরিযায়ী শ্রমিক সবথেকে বেশি রয়েছে । তাদের নানান সমস্যা দিকগুলো সরকারের কাছে তুলে ধরার জন্য আলোচনার মাধ্যমে আমরা রাজ্য সরকারের কাছে জানিয়েছি। পরিযায়ী শ্রমিকদের নানান সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা দাবি রাখছি। পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনে এই সংগঠনের বিভিন্ন গ্রামীণ এলাকায় শক্তি বৃদ্ধিতে কি ধরনের কাজ করবে তা নিয়েও আলোচনা হয়।