জামিন পেয়ে কলকাতা পুরসভবনে হাজির হলেন ফিরহাদ হাকিম

নতুন গতি, ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গ সরকারের জনদরদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন রাজ্যের পরিবহন ও আবাসন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক জনাব ফিরহাদ হাকিম (ববি দা)’র অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর হওয়ার পর আজ কলকাতা পুরসভবনে হাজির হন।

    প্রিয় দাদাকে স্বাগত জানাতে হাজির ছিলেন ববি দা’র স্নেহভাজন পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা শিক্ষক সমিতির রাজ্য সভাপতি তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ জনাব এ কে এম ফারহাদ সাহেব।