জার্মানি আমেরিকার পর ইউক্রেনকে চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান দিতে না বৃটেনের

নিজস্ব সংবাদদাতা :রাশিয়ার অগ্রসন আটকাতে পশ্চিমের দেশগুলোর কাছে চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান সাহায্য চেয়েছিল ইউক্রেন। জার্মানি আমেরিকা আগেই এই অনুরোধ প্রত্যাখ্যান করেছে। এবার এই অনুরোধ প্রত্যাখ্যান করল ব্রিটেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী রিসি সুনাকের দপ্তরের মুখপাত্র জানিয়েছেন ইউক্রেনকে চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান দেওয়া সম্ভব নয়। কারণ হিসাবে বলা হয়েছে, এই ধরনের যুদ্ধবিমান চালানো শিখতে বেশ কয়েক মাস সময় লেগে যায় । তাই ইউক্রেনকে এই ধরনের যুদ্ধবিমান দেওয়া সম্ভব নয়।