|
---|
বাবলু হাসান সুন্দরবন:বহু প্রতীক্ষার পর আজ হাতে পেল ভারত সরকারের অধীনস্থ সংস্থা “Magic Book of Records” এর তরফ থেকে এবছরের “BEST ACHIEVER’S AWARD” পুরস্কার in the title of ” Best Social Activist Award ” হিসাবে সোনার অশোক স্তম্ভ খচিত ট্রফি , সোনার মেডেল , ল্যামিনেটেড সার্টিফিকেট। আজ ভারত মন্ত্রণালয়ের থেকে পুরস্কারটা হাতে পেল । এ পুরস্কার পেয়ে উজ্জীবিত পরোপকারী ডক্টর ফারুক হোসেন কথায়, আমাকে আরো অনেক বেশি দায়িত্ব বাড়িয়ে দিলো । এ পুরস্কার আমার নয় । তাই এই পুরস্কার আমি আমার অর্ধাঙ্গিনী , আমার পুরো নব দিগন্ত টিম , আমার পুরো পরিবার সাথে আমার সকল শুভাকাঙ্খী ও গরীব দুঃস্থদের মধ্যে উৎসর্গ করলেন । যে সব দুঃস্থ অসহায় মানুষদের ভালোবাসা ছাড়া এ পুরস্কার পাওয়া সম্ভব ছিলোনা । অসংখ্য ধন্যবাদ Magic book of Records এর সকল কর্মকর্তা, সিলেকসান কমিটিকে। এ পুরস্কার আগামীতে আমাকে আরো বেশি বেশি করে উৎসাহ দেবে, আরো বেশি বেশি করে গরীব দুঃস্থ অসহায় মানুষের পাশে থাকার জন্য।