|
---|
নিজস্ব সংবাদদাতা : কাঞ্চন মল্লিকে নামে নিখোঁজ পোস্টার।কোন্নগর, উত্তর পাড়া, হিন্দমোটর অঞ্চলে। বিজেপির দাবী কাঞ্চন মল্লিক কে উত্তরপাড়ায় দেখা যায় না।এলাকার মানুষ কোন কাজে গেলে তাকে পায় না।তারই ফলশ্রুতিতে এই পোস্টার।কাঞ্চন মল্লিক যদিও দাবি করেছেন তিনি তিনি প্রতি সপ্তাহে উত্তরপাড়ায় আসেন।যেদিন পোস্টার পড়েছে আজকেও তিনি উত্তরপাড়া মাখলা অফিসে ছিলেন তারপরে কোন্নগরে অফিসে এসেছেন কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন সাধারণ মানুষের সঙ্গে দেখা করেছেন।কী উদ্দেশ্যে পোস্টার মারা হয়েছে যারা মেরেছে তারাই বলতে পারবেন। তিনি এদিন আরো বলেন গোষ্ঠীদ্বন্দ্ব বা অন্য কোন কারণে এই পোস্টার পড়ে থাকুক তবে আমি কাঞ্চন মল্লিক আমাকে এত সহজে তাড়ানো যাবে না । আমি ছিলাম আছি, থাকবো।