|
---|
নিজস্ব সংবাদদাতা : প্রায় তিন মাস বাংলাদেশের জেলে কাটানোর পর দেশে ফিরল কিশোরী। বাংলাদেশের এক নাগরিকের সূত্র মারফত জানা যায় বাংলাদেশের ময়মনসিংহের একটি ছেলের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন। প্রেমিকের টানেই বিয়ের জন্য বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করেন ওই কিশোরী। সূত্র মারফত জানা যায় ওই কিশোরী বাড়ি থেকে পালিয়ে ১৬০০০ টাকার বিনিময় এক দালালের মাধ্যমে রাতের অন্ধকারে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পড়ে সে বিজিবির দ্বারা আটক হয় এবং তাকে বন্দী করা হয়। প্রায় তিন মাস জেলে থাকার পর ২০২১ সালের মার্চ মাসে আদালত থেকে জামিন পাওয়ার পর দীর্ঘ আইনি প্রক্রিয়ার শেষে বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক চেকপোষ্টে ভারত-বাংলাদেশ সীমান্ত রেখায় সীমান্ত পিলার ৭৬ নম্বরের কাছে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক হয় সেখানেই ওই কিশোরীকে বিএসএফ এর সহযোগিতায় ও তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। যদিও ওই কিশোরীর মা দাবি করেন মেয়ে মোবাইলে গেম খেলতে খেলতেই বাংলাদেশের চলে যান। প্রায় পাঁচ মাস পরে তারা বাংলাদেশের এক দূরসম্পর্কের আত্মীয় থেকে খোঁজ খবর নিয়ে জানতে পারেন তার মেয়ে বাংলাদেশে রয়েছেন। কিশোরীর বাবা পেশায় গাড়ী চালক। প্রায় ১৬ মাস পর কিশোরীকে ফিরে পেয়ে চোখের জল ধরে রাখতে পারেন না কিশোরীর মা। ঘরের মেয়ে ঘরে ফিরে আসাতে বেজায় খুশি ওই কিশোরীর পরিবার। এদিন উপস্থিত ছিলেন ভারত বাংলাদেশের প্রশাসনিক আধিকারিকেরাও