|
---|
তৃতীয় ও চতুর্থ দফায় ভোটের প্রার্থী ঘোষণার পর ভারতীয় জনতা পার্টির গোষ্টি কোন্দল প্রকাশ্যে
বাবলু হাসান লস্কর, দক্ষিণ ২৪ পরগণা : আজ ভারতীয় জনতা পার্টির 63 আসনের প্রার্থী ঘোষণার পর দল ছাড়লেন শোভন ও বৈশালী । অপর দিকে জেলা জুড়ে চলছে প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ । এমনই চিত্র দেখা গেল কুলতলি বিধানসভা জামতলায় ।
জনতা পার্টির দক্ষিণ চব্বিশ পরগনার পূর্ব জেলার বারোটি বিধানসভার প্রার্থী ঘোষণার পরেই বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে । কোথাও ভূমিপুত্র প্রার্থী করার দাবিতে সোচ্চার হয়েছেন, আবার কোথাও মাধ্যমিকের গণ্ডি না পেরোনো কে প্রার্থী করায় – কুলতলী বিধানসভার ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার সদস্যরা রাস্তায় নেমে মিছিল বের করেন। একই চিত্র দেখা গেল জয়নগর বিধানসভায় । দীর্ঘদিন ধরে যারা ভারতীয় জনতা পার্টির জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে এই মুহূর্তে টিকিট না দিয়ে যেখানে অর্ধশিক্ষিত এবং গত লোকসভা ভোটে টাকাসহ ধরা পড়ায় যারা জেল খেটেছেন তাদেরকে প্রার্থী করা হয়েছে এমন দাবি তারা জানান । যেখানে দক্ষিণ 24 পরগনা পূর্ব জেলার বিধানসভা কেবলমাত্র তৃণমূলকে ক্ষমতায় আনার জন্য আজ এমন প্রার্থী জেলা সভাপতি সুনিপ দাসের। জেলার দায়িত্ব নিয়ে তৃণমূল কংগ্রেসের কাছে সমর্পণ করার লক্ষে এই চক্রান্ত এমনই দাবি কুলতলি জনতা পার্টির কর্মীদের । তাতেই এই মুহূর্তে গণ্ডগোল সৃষ্টি বলে মনে করা হচ্ছে।