|
---|
নিজস্ব প্রতিবেদক:- বীরভূম কাণ্ডের পরে অনুব্রত মণ্ডলকে নিয়ে রাজ্য রাজনীতি সরগরম। এরই মাঝে, এই বর্ষীয়ান তৃণমূল নেতাকে কেন্দ্র করে একটি পোস্ট সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো। এক ফেসবুক ব্যবহারকারী একটি ছবি পোস্ট করে দাবি করেছেন, “বীরভূম কান্ডে জেলার ডি এম এবং এস পি কে পার্টি অফিসে ডেকে কেষ্ট মন্ডল এবং গগন সরকার জিজ্ঞাসাবাদ করছেন আর পরামর্শ দিচ্ছেন। এই বাংলার গনতন্ত্র কোথায়?” একই দাবি সহ পোস্টের আর্কাইভ দেখুন এখানে ও এখানে।ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর।তদন্তে নেমে আমরা ছবিটি রিভার্স সার্চ করে দেখেছি যে ছবিটি পুরোনো। ২০২০ সালের বীরভুম জেলা পুলিশের ফেসবুক পেজে এই ছবিটি পোস্ট করে জানানো হয়েছিল, ২০২০ সালের চৌঠা এপ্রিল অনুব্রত মন্ডলের স্ত্রী শ্রীমতী ছবি রানী মন্ডলের শ্রাদ্ধানুষ্ঠান আয়োজিত হয়েছিল। অনুষ্ঠানে অনেক গণ্যমান্য অতিথি এবং মন্ত্রীরা উপস্থিত ডিস্ট্রিক্ট ছিলেন। তাঁদের সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে সেদিন অনুব্রত মন্ডলের বাড়িতে বীরভূমের জেলাশাসক এবং পুলিশ সুপার উপস্থিত ছিলেন ছবিটি সেদিনের।অর্থাৎ, ছবিটি পুরোনো। বীরভূম কান্ডের সঙ্গে কোনও যোগাযোগ নেই।উল্লেখ্য, ভাইরাল পোস্টে যে পুলিশ সুপারকে দেখতে পাওয়া যাচ্ছে তার সঙ্গে জেলা পুলিশের পেজে পুলিশ সুপারের যে ছবি রয়েছে তা এক নয়।আজতক খোঁজ নিয়ে দেখেছে ভাইরাল ছবিটি শ্যাম সিং-এর। যিনি বীরভূমের প্রাক্তন সুপার। জেলার বর্তমান পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠি।সুতরাং, এই পোস্টের দাবি যে বিভ্রান্তিকর তা বলাইবাহুল্য।