|
---|
নিজস্ব প্রতিবেদক:- বীরভূমের রামপুরহাটে তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখের খুনের ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। এমনটাই পুলিশ সূত্রে দাবি। এরপরই এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভয়ঙ্কর ঘটনা ঘটে যায় গ্রামে। তৃণমূল উপ প্রধান খুনের পর উত্তপ্ত হয়ে ওঠে রামপুরহাট । তৃণমূল নেতা খুনের পর বকটুই গ্রামের অন্তত ১০টি বাড়িতে আগুন লাগে। কেউ পরিকল্পনা করে আগুন লাগালো, নাকি অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ। মোট ১০ জনের দেহ উদ্ধার করা হয়েছে, জানিয়েছে দমকল । ঘটনার পর থমথমে গ্রাম, এলাকায় পুলিশ পিকেট।