|
---|
নিজস্ব সংবাদদাতা :গতকালের পরে আজকেও মানুষ শিবের মাথায় জল ঢালতে মন্দিরে মন্দিরে ভীড় করেন।গতকাল বিকেল থেকে রাত এগারোটা পযর্ন্ত শিলিগুড়ির প্রত্যেক এলাকায় ভীড় ছিল মানুষের।গতকাল রাত এগারোটা পযর্ন্ত মানুষ দেবাদিদবের মাথায় জল ঢালবার জন্য জমায়েত হন মন্দিরে মন্দিরে।আবার আজ সকাল থেকেই ভীড় হয়ে যায় শিলিগুড়ির সব মন্দিরে মন্দিরে। শিলিগুড়ির সব জায়গাতেই আজ শিবরাত্রী উপলক্ষে ভীড় ছিল দেখবার মতন।আজ সকাল থেকেই ভক্তদের ভীড় জমতে শুরু করে দেয় বিভিন্ন ফুল এবং মিষ্টির দোকানে।বাদ যায় নি ফলের দোকানেও। মহাপুন্য এই তিথিতে মহাদেবের মাথায় জল ঢালতে দেখা যায় আবাল বৃদ্ব বনিতাদেরও। শিবরাত্রি উপলক্ষে এদিন প্রচুর জায়গাতে খাওয়ানোর ব্যাবস্থা করে বিভিন্ন এলাকার পূজো কমিটির সদস্যরা। শিবের মাথায় জল ঢালবার সময় আজ বিকেল তিনটে কুড়ি পযর্ন্ত।তাই দুপুরেও শিলিগুড়ির প্রতিটি মন্দিরে ভক্তদের ঢল নেমে আসেন। মহালিবরাত্রির এই পবিত্র পুন্যতিথিতে সবাই দেবাদিদেব মহাদেবের কাছে নিজের এবং নিজের পরিবারের মঙ্গল কামনার জন্য প্রার্থনা করছেন।শিব রাত্রি উপলক্ষ্য আজ গোটা শিলিগুড়ি জুড়েই লাগানো হয়েছিল আলো। প্রতিটি মন্দিরের আশেপাশের এলাকা জুড়ে আলো লাগানোতে একেবারেই অন্য ধরনের চেহারা নিয়েছিল শিলিগুড়ি।তাছাড়া অন্যান্যবারের থেকে এবারে শিলিগুড়িতে শিবরাত্রী উপলক্ষে ভক্তদের সমাগম ছিল প্রায় দ্বিগুন। মানুষ খোলা মনে এদিন শিবরাত্রি পালন করলেন।