ফের দুর্নীতির অভিযোগ আর এবারও যথারীতি নাম জড়াল সেই শাসকদলের

নিজস্ব সংবাদদাতা : ফের দুর্নীতির অভিযোগ। আর এবারও যথারীতি নাম জড়াল সেই শাসকদলের। বীরভূমের পারুইয়ে তৃণমূলের কসবা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধানের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ।সিপিএমের তরফে অভিযোগ তোলা হয়েছে সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন প্রাক্তন উপপ্রধান ও তাঁর ছেলে। সাধারণ উপভোক্তাদের জন্য বরাদ্দ টাকা চলে গিয়েছে ওই প্রাক্তন উপপ্রধানের ছেলের অ্যাকাউন্টে।বামেদের অভিযোগ গরিব মানুষের মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা। আর সেই যোজনার টাকায় দোতলা বাড়ি তুলছেন তৃণমূলের প্রাক্তন উপপ্রধান। এমনটাই অভিযোগ। কিন্তু কীভাবে তা সম্ভব? স্থানীয় এক বাসিন্দার দাবি, সরকারি প্রকল্পে ঘর তৈরির টাকা অনুমোদন হয়েছে। কিন্তু তা আমি পাইনি। পঞ্চায়েত বলছে সেই টাকা অন্য কেউ তুলে নিয়েছে। স্থানীয় সিপিএম নেতৃত্বের দাবি এই অন্য কেউ আর কেউ নন। তিনি হলেন প্রাক্তন উপপ্রধান। তাঁর ছেলের অ্যাকাউন্টেই চলে গিয়েছে সরকারি ঘর তৈরির টাকা। অন্তত ৯জনের টাকা আত্মসাৎ করেছেন ওই প্রাক্তন উপপ্রধান। অভিযোগ এমনটাই। তবে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন উপপ্রধান। তবে দলের তরফে এনিয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। ব্লক প্রশাসন আবাস যোজনার দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।তৃণমূলের প্রাক্তন উপপ্রধান পার্বতী বাগদি বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। আমাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে।