|
---|
ফের পাকসেনার গুলিতে প্রাণ হারালেন ভারতীয় ২ জওয়ান
নতুন গতি ওয়েব ডেস্ক : ফের পাকসেনার গুলিতে প্রাণ হারালেন ভারতীয় ২ জওয়ান। শুক্রবার সকালে কাশ্মীরের রাজৌরি জেলার সান্ডারবানি সেক্টরে ভারতীয় সেনা ঘাঁটি লক্ষ্য করে আচমকাই গুলি চালাতে শুরু করে পাকসেনা। ওই এলাকা সংলগ্ন গ্রামেও মর্টার ফেলা হয়। পাক সেনাদের গুলিতে মৃত্যু হয় প্রেমবাহাদুর ক্ষেত্রী ও সুখবীর সিং নামে ২ জনের। পাল্টা গুলি ছোড়ে ভারতীয় সেনা। নভেম্বর মাসের প্রথম দিকে পাকিস্তানি সেনারা ভারতীয় সেনার ওপর হামলা চালিয়েছিল, তাতে ১১ জন সেনা প্রাণ হারান। অপরদিকে, পাকিস্তানের একাধিক সেনাঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় সেনা। সম্প্রতি নিরাপত্তা রক্ষী বাহিনী সন্দেহজনক ৪ জঙ্গিকে নাগারকোটের কাছে জম্মু কাশ্মীর হাইওয়ের ওপরে হত্যা করেছিল। পুলিশের অনুমান, তারা বড়সড় কোন জঙ্গি হামলা চালানোর উদ্দেশ্যেই জড় হয়েছিল। সংবিধানের ৩৭০ ধারা বাতিল হওয়ার পর ২৮ নভেম্বর ১৯ ডিসেম্বর পর্যন্ত ৮ দফায় ডিসটিক ডেভলপমেন্ট কাউন্সিলের ভোট হবে জম্মু-কাশ্মীরে। এই ভোট বানচাল করার উদ্দেশ্যেই এই ধরণের জঙ্গি কার্যকলাপ চলছে বলে অনুমান রাজনীতিবিদদের।