এন আর সির বিরুদ্ধে পদযাত্রা , গো ব্যাক স্লোগানে মুখরিত মুরার‌ই

 

    নিজস্ব সংবাদদাতা- বর্তমান কেন্দ্রীয় সরকারের চক্রান্তের শিকার হচ্ছে বাঙালিরা , বাঙ্গালীদের ভারতের গণতান্ত্রিক অধিকার থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার। আসামে 19 লক্ষ বাঙালি কে ভারত ছাড়া করেছে।

    হিন্দু-মুসলিমের দোহাই দিয়ে ভারতবর্ষের বুকে বিষবাষ্প ছড়াচ্ছে। বাংলা ও বাঙালি বিরোধী এন আর সির বিরুদ্ধে গর্জে উঠল মুরার‌ইবাসি। মুরার‌ই নতুন বাজার থেকে শুরু করে ভাদিশ্বর মোর পর্যন্ত পদযাত্রা তে প্রায় 700 জন মত অংশ নেন।বাংলা সংস্কৃতি মঞ্চ ও নিন্দা ও প্রতিবাদ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।সমাজের বিশিষ্ট ব্যক্তিরাও এই পদযাত্রায় সামিল হয়ে কেন্দ্র সরকারের এনআরসির সমালোচনা করেন। বাংলার বাঙালিকে নির্মূল করার একটা চক্রান্ত মাত্র। আমরা এনআরসি কোনমতেই বাংলাতে হতে দেবো না। শাসকের অন্যায়-অবিচার দিয়ে করে তোলা সেই ব্যারিকেড ভেঙে দেবো।

    বাংলা সংস্কৃতি মঞ্চের সভাপতি সামিরুল ইসলাম জানান এনআরসি তে বাঙ্গালীদের  ভারতের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। সে বাঙালিরা পরাধীনতার শিকলে মোরা ভারতবাসীকে ব্রিটিশ সরকারের হাত থেকে উদ্ধার করতে সরকারের সাথে কোন আপোষ না করে সংগ্রাম করে গেছে সেই বাঙ্গালীরায় আজ বঞ্চিত তাদের দেশ হতে। যে সরকার দু’বছর রাফেল ফাইলের নথি যত্ন করে রাখতে পারেনা ঠিকমতো তাহলে দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষগুলো যাদের স্বাধীনতার এত বছর পরে একটি বাড়ি পর্যন্ত তৈরি করতে পারেনি তারা কি করে এই দলিল গুলো সংগ্রহে রাখবে।

    নিন্দা প্রতিবাদের সদস্য মফিজুল ইসলাম জানান আমরা কোন মতেই বাংলায় এনআরসি হতে দেবো না। বারবার প্রতিবাদের পথ বেছে নেব।