|
---|
নতুন গতি ডিজিটাল ডেস্ক: দিল্লি সীমান্তে কৃষক আন্দোলন ৩৮ তম দিনে পার করল। দিল্লী সীমান্তে বিক্ষোভকারী কৃষকরা কেন্দ্রের প্রস্তাবিত কৃষি বিল প্রত্যাহারের দাবিতে তাদের প্রতিবাদে অনড় রয়েছে। একদিকে যখন কৃষকরা এই বিক্ষোভ প্রদর্শন করছে, তখন গাজীপুর সীমান্তে এক ৭৫ বছর বয়সি এক কৃষক আত্মহত্যা করেন। আত্মহত্যা করার আগে কৃষক কাশ্মীর সিং তাঁর শেষ ইচ্ছা সূচক একটি সুইসাইড নোট লিখে গেছিলেন। সেই সুইসাইড নোটে লেখা ছিল, ‘আমি চাই দিল্লী-ইউপি সীমান্তে এখানে আমার শেষকৃত্য করুক আমার নাতি-নাতনিরা। এই শীতে আমরা এখানে আর কতদিন এভাবে বসে থাকব। সরকার নিজের সিদ্ধান্ত বদলাতে রাজী নয়, তাই আমি আত্মহত্যার পথ বেছে নিলাম।
এদিন একদিকে যখন সকালের বৃষ্টিতে প্রতিবাদরত কৃষকদের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে, অতখন অন্যদিকে এই বৃদ্ধ কৃষক কাশ্মীর সিং বাথরুমে গিয়ে আত্মহত্যা করেন। এই কৃষকদের সঙ্গে আন্দোলনে তাঁর পরিবারের ছেলে এবং নাতিরাও উপস্থিত রয়েছে। এই পরিস্থিতিতে কৃষকদের লেখা শেষ সুইসাইড নোটটি বর্তমানে পুলিশের কাছে রয়েছে।