|
---|
আজিম শেখ ,বীরভূম: রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সমস্ত থানায় পালিত হল ভাইফোঁটা উৎসব। রামপুরহাট থানার উদ্যোগে ভাইফোঁটা উৎসবে একটু বৈচিত্র ছিল জাতি ধর্ম ,বর্ণ নির্বশেষে, আল আমিন মিশন,প্রজাপতি ব্রহ্মা সংগঠন ও খ্রীষ্টান মিশনের প্রতিনিধিরা। প্রথমেই রাজ্যের কৃষিমন্ত্রী আশীষ বন্দ্যোপাধ্যায় ও রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক সৌমজিত বড়ুয়া মহাশয় কে ভাই ফোঁটা দিয়ে অনুষ্ঠানের সুচনা হয়। এর পরে বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও সাংস্কৃতিক কর্মীদের ভাই ফোঁটা দেওয়া হয়। সাংবাদিকদের ও ভাই ফোঁটা দেওয়া হয়। অনুষ্ঠানের আয়োজক রামপুরহাট থানার আইসি সন্দীপন চট্টোপাধ্যায়ের এই আয়োজন কে সাধুবাদ জানিয়েছেন রাজ্যের কৃষিমন্ত্রী আশীষ বন্দ্যোপাধ্যায় ।রামপুরহাট ছাড়াও জেলার মহঃবাজার থানাতেও মহা সমারোহে পালিত হয় গন ভাইফোঁটা উৎসব।