|
---|
বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:-আগামী ৮ই জুলাই পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনকে সামনে রেখে প্রচারে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস।ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লক এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সমর্থনে প্রচার করলেন ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুময় গায়েন। এদিন বিকালে জেলা পরিষদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী,পঞ্চায়েত সমিতির প্রার্থী ও গ্ৰাম পঞ্চায়েতের প্রার্থীদের সমর্থনে আশাপুর থেকে দেওয়ান তোলা পর্যন্ত প্রায় ৪কিমি রাস্তা হেটে নির্বাচনী প্রচার করল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা। এছড়াও উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার ২নম্বর ব্লকের সহসভাপতি বিমলেন্দু বৈদ্য,২নম্বর ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি হাসিবুল মোল্লা,বিশিষ্ঠ সমাজ সেবী তামরেজ আলী শেখ,অরিন্দম ঘোষ, ডলি কয়াল,সহ প্রায় ১৫ হাজার কর্মী সমর্থক। ব্লক সভাপতি অরুময় গায়েন তিনি এদিন প্রচারের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রকল্পের কথা তুলে ধরে এলাকার প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।