|
---|
সাইফুদ্দিন মল্লিক : ” আহলে সুন্নাতুল জামাত ” এর কলকাতা চলুন স্লোগানে রাজ্যে সম্মেলন হচ্ছে আগামি ৩১ জানুয়ারি, রানী রাসমনি রোডে, বেলা ১২টাতে। উক্ত সমাবেশকে সামনে রেখে আজ কলকাতার প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মলেন করেন। সাংবাদিক সম্মলেন উপস্থিত ছিলেন সংঠনের কর্নধার আব্বাস সিদ্দিক।
আজকের সম্মেলনের মূল আলোচ্য বিষয় ছিল, রাজ্য সমাবেশ কোন কোন বিষয় নিয়ে করা হচ্ছে এবং কেনো করা হচ্ছে সেই বিষয় বর্ণনা। মোট আঠারোটি দাবি নিয়ে রাজ্য সম্মলেন করছেন আহলে সুন্নাতুল জামাত। দাবি গুলিতে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, সংখ্যালঘু বিষয়, ওয়াক সম্পত্তি, দলিত বিষয় প্রভূতি।