|
---|
আবু সালেহ মুসা,বারাসাত : এবার নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে দেশপ্রেম দিবস হিসেবে ঘোষনার দাবি তুললো কেন্দ্রীয় সরকারের কাছে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকি। পীরজাদা আব্বাস ভাইজান জানিয়েছেন কেবলমাত্র দাবি তুলা নয়, আমাদের সংগঠনের পক্ষ থেকে এবছরেই বিশেষ দিনটিকে দেশপ্রেম দিবস হিসাবে পালন করা হচ্ছে। রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে শাখা সংগঠনের পক্ষে এই উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং নেতাজী সুভাষচন্দ্র বসুর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে বক্তব্য রাখেন বিশিষ্ট জনেরা।সংগঠনের প্রধান আধিকারিক তথা সহ সম্পাদক পীরজাদা নাওসাদ সিদ্দিকী জানিয়েছেন, কেন্দ্র সরকারের ঘোষনার অপেক্ষায় না থেকে প্রতি বছরেই এই বিশেষ দিনটিকে তাঁদের সংগঠনের পক্ষে দেশপ্রেম দিবস হিসাবে উদযাপন করা হবে। তিনি দাবি তোলেন নেতাজির ধর্ম নিরপেক্ষ ভাবনায় দেশ গড়ে তুলতে হবে। নিছক জন্মদিন পালন নয়, নেতাজীর স্বদেশ ভাবনা আজ দেশেও জাতি গঠনের খুবই প্রয়োজনীয় বিষয়।