মহিলা কুস্তিগীরদের উপরে যৌন নিগৃহ ও পুলিশি হামলার প্রতিবাদে বারুইপুরে এসডিও অফিসে,বিক্ষোভ ও ডেপুটেশনে AIKKMSএর

বাবলু হাসান লস্কর বারুইপুর:দক্ষিণ ২৪পরগণা বারুইপুরে এসডিও অফিসে মহিলা কুস্তিগীরদের উপরে যৌন নিগৃহ ও পুলিশি হামলার প্রতিবাদে ,বিক্ষোভ ডেপুটেশনে,অল ইন্ডিয়া কৃষাণ ক্ষেতমজুর সংগঠনের সদস্যরা ।দিল্লির যন্ত্রর মন্তরে গত মার্চ মাস থেকে মহিলা কুস্তিগীরদের যৌন নিগ্রহের ঘটনায় জড়িত বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ স্মরণ সিংহের গ্রেপ্তার ও তার সাংসদ পদ বাতিলের দাবিতে, মহিলা কুস্তিগীররা অবস্থান চালিয়ে আসছিল, গত ২৮ মে আন্দোলনকারী মহিলাদের উপর যেভাবে নগ্ন অত্যাচার করা হয়েছে তা দেখে গোটা দেশ স্তম্ভিত! এই ঘটনায় দেশ ও বিদেশের বহু বিবেকবান মানুষ তীব্র ধিক্কার জানিয়েছেন এবং আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন।

    আজ অল ইন্ডিয়া কিষাণ ক্ষেতমজুর সংগঠন দিল্লির ঘটনার প্রতিবাদ ও বিক্ষোভ দেখায় বারুইপুরে।

    দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে দাবি জানানো হয়, বিজেপি সরকার ন্যায়সঙ্গত আন্দোলনকারীদের উপর অমানবিক স্বৈরাচারী আক্রমণ চালিয়ে যাচ্ছে তারই প্রতিবাদে বারুইপুর মহকুমায় ডেপুটেশনের মাধ্যমে স্মারক লিপি

    জমাদেন পশ্চিমবঙ্গ কৃষাণ ক্ষেতমজুর রাজ্য কমিটির সদস্য রেনুপদ মন্ডল সহ তাদের কর্মীবিন্দ।

    তাদের দাবি,

    ১.মহিলা কুস্তিগীরদের যৌন আক্রমণে জড়িত সাংসদ ব্রীজভূষন সরন সিং কে অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা এবং সাংসদ পদ বাতিল করতে হবে। ২.গত ২৮শে মে যস্তর মস্তরে ধর্নারত মহিলা কুস্তিগীরদের উপর পৈশাচিক আক্রমণে যুক্ত পুলিশ কর্মীদের শাস্তি দিতে হবে ও সান্ধী মালিক সহ যাঁদের গ্রেপ্তার করে আটকে রাখা হয়েছে তাঁদের অবিলম্বে মুক্তি দিতে হবে। এবং বর্তমানে এই আন্দোলন সহ বিগত ২০২০-২১ সালে দিল্লিতে চলমান ঐতিহাসিক কৃষক আন্দোলনে যাদের উপর মিথ্যা মামলা দেওয়া হয়েছিল তা প্রত্যাহার করতে হবে।

    ৩. এম এস পি( MSP ) কে আইন সঙ্গত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি কার্যকরী করতে হবে।

    তিন দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি, বারুইপুর মহকুমা শাসক সুমন পোদ্দারের কাছে জমা দেন চারজনের একটি প্রতিনিধি দল।