|
---|
নূর আহমেদ, মেমারী : ১৪ .আগস্ট, মেমারি রসিকলাল স্মৃতি বালিকা বিদ্যালয়র উদ্যোগে কন্যাশ্রী দিবস পালন করা হয়। স্কুল থেকে একটি পদযাত্রা শুরু হয়ে মেমারি শহর পরিক্রমা করে স্কুলে এসেই শেষ হয়। বৃষ্টিকে উপেক্ষা করে মিছিলে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষিকা চন্দ্রা চ্যাটার্জী সহ অন্যান্য শিক্ষিকারা। প্রতি বছরের মত এবছর পোষ্টার সহকারে পদযাত্রা করা হয়। চন্দ্রা চ্যাটার্জী বলেন, এবছর স্কুলের কন্যাশ্রীদের নিয়ে মেয়েদের নিরাপত্তার জন্য এই পদযাত্রা করা হয়। সম্প্রতি আর জি করে ঘটনার ঘণ্য প্রতিবাদ করা হয়। তিনি আরও বলেন এই ঘটনা কাম্য নয় এবং তীব্র ধিক্কার জানানো হয়।সর্বপোরি নারী সুরক্ষরার জন্য এই মিছিল।