|
---|
জাকির হোসেন, লক্ষীকান্তপুর: দক্ষিণ ২৪ পরগনার মন্দির বাজার ব্লকের, লক্ষীকান্তপুর জামিয়া ইসলামিয়া হোসেনিয়া মাদ্রাসায় অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন ওলামা সম্মেলনের আয়োজন করেন। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কর্ণধর পীরজাদা জনাব হযরত মাওলানা রুহুল আমিন ভাইজান। তিনি বলেন আমাদের সংগঠন প্রায় দেড় দশক ধরে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অপদস্ত, নিপীড়িত, অত্যাচারিত সহ বন্যায় বিভিন্ন জায়গায় ত্রাণ তহবিল পৌঁছানো থেকে নানারকম পরিষেবা দিয়ে আসছে এই সংগঠন। তিনি এদিনে কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভউগড়ে বলেন, কেন্দ্র সরকার নোংরা রাজনীতি করতে শুরু করেছে। বিলকিস বানুর প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন বিলকিস বানুর কেসে যাদের সাজা ঘোষণা হয়েছিল তাদেরকেই জেল থেকে মুক্তি দিয়ে দেওয়া হল। ৭৬তম স্বাধীনতা দিবসের আগে বিলকিস বানুর গণধর্ষণ এবং একই পরিবারের সাতজনকে খুনের ঘটনায় ১১ জন যাবত জীবন সাজাপ্রাপ্ত আসামিকে মুক্তি দিল গুজরাট সরকার।
ঘটনাটি ২০০২ সালের। গোদরা উপশংশোধনাগারে বন্দি ছিল। তাদের সাজা মুকুব করিয়ে মুক্তি দেয় গুজরাট সরকার। আর এই বিষয়টিকে মাথায় রেখে মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন আইমা সুপ্রিম। তার দাবি বিলকিসকে ধর্ষণ করা হয় সে গর্ভবতী হয়ে পড়ে একটা জঘন্য অপরাধ ছিল। কিন্তু অপরাধীদের মুক্তি দিয়ে দেওয়া হলো। এখন প্রশ্ন এই মুক্তি প্রসঙ্গে আমরা দেশকে কি বার্তা দিচ্ছি! এর থেকে বড় নোংরা রাজনীতি আর কি হতে পারে?
এদিনে উপস্থিত ছিলেন আইমার দক্ষিণ ২৪ পরগনা জেলা সংগঠনের বিভিন্ন কর্ণধর ও নেতৃত্বেবৃন্দ। নব মুসলিম সেলিম যাদব, জনাব হযরত জুম্মান জাফরী, জনাব মার্জিন হোসেন, জনাব হাফিজুর রহমান এছাড়া উপস্থিত ছিলেন দাঁতপুর গুঞ্জরপুর সিনিয়র মাদ্রাসার শিক্ষক ও সাংবাদিক জাকির হোসেন মোল্লা। অনুষ্ঠানের আয়োজক, ইমাম নেতা জনাব হযরত মাওলানা আলমগীর, জনাব মাওলানা জিয়াউর রহমান, হাফেজ আব্দুল মমিন, জনাব কাজী রহমতুল্লাহ, মাজহারী জনাব সৈয়দ আহমেদ, জনাব জালাল উদ্দিন, জনাব আজিজুর রহমান, হাফেজ কামরুদ্দিন, জনাব হাফিজুর রহমান, জনাব সাইফুল্লাহ হালদার, জনাব গোলাম রাসূল, জনাব মাজির আলী, জনাব আব্দুল ওহাব, জনাব গিয়াস উদ্দিন, জনাব নাসির উদ্দিন, মুফতি খলিল রহমান সহ ব্লকের বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জেন ও সংগ্রামী বন্ধুরা উপস্থিত ছিলেন। একইসঙ্গে এদিনে মন্দিরবাজার ব্লক কমিটি গঠনও হয়।