|
---|
নিজস্ব সংবাদদাতা: পুরোপুরি বিপদমুক্ত নন ঐন্দ্রিলা , শারীরিক অবস্থা এখনো সংকটজনক রয়েছে। ভেন্টিলেশনে রাখা হয়েছে তাকে। সাত রকম ওষুধ দেওয়া হচ্ছে। প্রসঙ্গত মঙ্গলবার রাতে ব্রেন স্টোক হওয়ার কারণে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি করার আগে রীতিমতো ঝিমিয়ে পড়েছিল তার শরীর।
চিকিৎসকরা জানাচ্ছেন পুরোপুরি বিপদমুক্ত নন ঐন্দ্রিলা , রীতিমতো ভেন্টিলেশনে রাখা হয়েছে তাকে। ২৪ বছর বয়সী ঐন্দ্রিলা সদ্য ক্যান্সার জয় করে ধীরে ধীরে আবার অভিনয় জগতে পা রাখছিলেন। চিন্তিত তার পরিবার বন্ধু বান্ধব অনুরাগীরা, সবাই ঐন্দ্রিলার আরোগ্য কামনা করছে।