|
---|
নিজস্ব সংবাদদাতা: কাটছে সংকট ,ধীরে ধীরে সুস্থ হচ্ছেন অভিনেত্রী ঐন্দ্রিলা।গত মঙ্গলবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার কারণে ঐন্দ্রিলাকে ভর্তি করা হয়েছিল হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে।হাসপাতাল সূত্রে জানানো হয়েছে আগের থেকে অনেকটাই সুস্থ আছেন ঐন্দ্রিলা। রক্ত চাপ স্বাভাবিক রয়েছে,দুই দুই বার মারণ রোগ ক্যান্সারকে হারিয়ে জীবনের মূল স্রোতে ফিরেছিলেন তিনি।
একটি ভিডিও আপলোড করে ঐন্দ্রিলা লিখেছেন তার কঠিন পরিস্থিতিতে তার গোটা পরিবার ও বন্ধু সব্যসাচী পাশে দাঁড়িয়েছে , তিনি চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া যারা খারাপ সময়ে তার পাশে দাঁড়িয়েছেন সকলকেই ধন্যবাদ জানিয়েছেন।