|
---|
এয়ার ইন্ডিয়া বিক্রির ঘটনার জন্য মোদি সরকার কে দেশদ্রোহী বলে জানান সুব্রহ্মণ্যম স্বামী।
নতুন গতি,ওয়েব ডেস্ক: এয়ার ইন্ডিয়া একশো ভাগ বেঁচে দেবার সিদ্ধান্ত নেই কেন্দ্রের বিজেপির মোদি সরকার।দেশের গুরুত্ব পূর্ণ সম্পদ।তাই বিজেপি রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী ।
অন্য দিকে কংগ্রেসে নেতা কপিল সিব্বল সাংবাদিক সম্মেলন করে মোদি সরকার কে নিন্দা বলে জানান,সরকারের কাছে যখন টাকা থাকেনা তখন এমন সব মূল্য বান সম্পদ গুলো বিক্রি করেন সরকার।
মোদি সরকার ঘোষণা করেন ১৭ মার্চের মধ্য আগ্রহী সংস্থা বা মাকির পক্ষকে আবেদন করতে হবে।
আর এয়ার ইন্ডিয়া যারা কিনবে তাদের ঋণভার ও দায় নিতে হবে বলে ঘোষণা করেন সরকার।এই ঘটনায় আদালতে যাবার কথা বলেন বিজেপি রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী ।