|
---|
নিজস্ব সংবাদদাতা :শুরু হয়েছে ৭৬ তম কান চলচ্চিত্র উৎসব। আগামী ২৮ শে মে পর্যন্ত এই উৎসব চলবে বলে জানা গেছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিখ্যাত তারকারা এসেছেন রেড কার্পেটে অংশগ্রহণ করতে। একটি শো অনুষ্ঠিত হয়, যেখানে ভারত সহ বিভিন্ন দেশ থেকে জনপ্রিয় তারকারা অংশগ্রহণ করেন। তাদের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায় উপস্থিত দর্শক মন্ডলী।
ভারত থেকে ঐশ্বর্য রাই ঊর্বশী রাউরকেল্লা সারা আলি খান রেড কার্পেটে অংশগ্রহণ করেন।
ঐশ্বর্য রাই, বয়স ৫০ ছুঁই ছুঁই কিন্তু গ্ল্যামার একফোঁটা কমেনি, সাধারণ কালো রঙের পোশাকে তাকে দুর্দান্ত দেখাচ্ছিল। পড়েছিলেন কালো রঙের গাউন। ঐশ্বর্য রায়ের ভুবনমোহিনী রূপ দেখে সকল মুগ্ধ হয়ে যায়।
সারা আলি খান
বর্তমানে glamour নায়িকাদের মধ্যে অন্যতম সারা আলি খান, লেহেঙ্গাতে তাকে দুর্দান্ত দেখাচ্ছিল। কান চলচ্চিত্র উৎসবে রেড কার্পেটে জৌলুস বাড়িয়ে দেন সারা আলি খান।
ঊর্বশী রাউকেল্লা
পরেছিলেন গোলাপি রঙের গাউন। অসাধারণ সুন্দর দেখাচ্ছিল। সাথে চুলের উঁচু খোঁপা তার সৌন্দর্য বাড়িয়ে দেয়।