ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে সাহিত্য সম্মেলন, সংবর্ধনা প্রদান ও পত্রিকা প্রকাশ লালবাগে

সংবাদদাতা : মুর্শিদাবাদ : ১৭৫৭ সালের ২৩শে জুন পলাশীর ‘লক্ষবাগ’ আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলা বনাম ইংরেজ বাহিনীর অসম যুদ্ধে ষড়যন্ত্রের শিকার হন বাংলা-বিহার-উড়িষ্যার তরুণ নবাব সিরাজউদ্দৌলা। দিনটিকে কালা দিবস হিসেবে স্মরণ করে রবিবার, ২৩শে জুন মুর্শিদাবাদের লালবাগে ওয়াসেফ মঞ্জিলের ঠিক বিপরীতে ভাগীরথীর পাড়ে হাওয়া মহলে ন‌ওদার রঘুনাথপুর থেকে প্রকাশিত ১৯৫৮ সালে আত্মপ্রকাশ করা ‘নবারুণ’ সাহিত্য পত্রিকা পলাশী দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য সাহিত্য সম্মেলন ও গুণীজন সংবর্ধনার আয়োজন করল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাব পরিবারের সদস্য নবাব সৈয়দ রেজা আলী মির্জা। তিনি ছোটে নবাব নামে পরিচিত। অনুষ্ঠান সঞ্চালনা করেন নবারুণ পত্রিকার সম্পাদক সৈয়দ শীষমহাম্মদ। শীষমহাম্মদের পূর্বপুরুষ আরব থেকে মোঘল দরবারে এসেছিলেন। সেখান থেকে ভারতে তার প্রথম পূর্বপুরুষ সৈয়দ খায়রুল আলম আলীবর্দী খাঁর দরবারে এসেছিলেন এবং শিক্ষা বিভাগে উচ্চপদে চাকরি করতেন। এদিন স্বাগত ভাষণ দেন প্রবীণ সাংবাদিক তথা মুর্শিদাবাদ জেলা সাংবাদিক সংঘের প্রাক্তন সভাপতি অপূর্ব কুমার সেন। সম্পাদকীয় বক্তব্য রাখেন নবারুণের সহ-সম্পাদক তথা ‘অনুভূতির কথায়’ প্রকাশনীর প্রকাশক কবি-সম্পাদক হামিম হোসেন মণ্ডল (বুলবুল)। প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ খলিলুর রহমান। এছাড়াও অতিথির আসনে ছিলেন কবি অরবিন্দ সরকার, কবি সুশান্ত বিশ্বাস ও কবি মোঃ ইজাজ আহামেদ।

    নবাব সিরাজউদ্দৌলার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর মীর মদন সহ পলাশী যুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পলাশীর যুদ্ধ, নবাব সিরাজউদ্দৌলা প্রাসঙ্গিক বক্তব্য রাখেন উপস্থিত অতিথিদের কয়েকজন। প্রকাশিত হয় নবারুণ পত্রিকার ‘নবাব সিরাজ‌উদ্দৌলা সংখ্যা’। সংখ্যাটি নবাব সিরাজ ও প্রাসঙ্গিক নিবন্ধ, প্রবন্ধ, ছড়া ও কবিতা দিয়ে সাজানো। পরিবেশনা করেছে ‘অনুভূতির কথায়’ প্রকাশনী।
    এখানে স্বরচিত কবিতা পাঠে অংশ নেন হান্নান বিশ্বাস, নিমাই হালদার, লুৎফা মণ্ডল (মীর), হাসিবা মণ্ডল, আবিদ হোসেন মণ্ডল, একলাছ মণ্ডল প্রমুখ। বক্তব্য রাখেন মুকুল মিয়া, বিধান চন্দ্র বিশ্বাস। সংগীত পরিবেশন করেন শিল্পী আমেদ আলী। উপস্থিত ছিলেন নবারুণ পত্রিকার সভাপতি সহিদুল ইসলাম।
    আয়োজকদের পক্ষ থেকে জেলার চার বিশিষ্ট ব্যক্তিত্বকে ‘নবাব সিরাজ‌উদ্দৌলা স্মৃতি সম্মাননা ২০২৪’ প্রদান করা হয়। তাঁরা হলেন সমাজ ও সংস্কৃতিতে নবাব সৈয়দ রেজা আলী মির্জা, প্রবীণ সাংবাদিক অপূর্ব কুমার সেন, আনন্দবাজার পত্রিকার বলিষ্ঠ সাংবাদিক অনল আবেদিন এবং শিক্ষাবিদ খলিলুর রহমান। শারীরিক অসুস্থতার কারণে অনল আবেদিন উপস্থিত থাকতে পারেননি।