|
---|
সেখ সামসুদ্দিনঃ গতকাল জামালপুরে জনজোয়ারে ভাসিয়েছিল, আজ মেমারিতে মন্ত্রী তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি স্বপন দেবনাথের নেতৃত্বে আর এক জনজোয়ারে ধূম মাচালো। মেমারি কলেজ মোড়, যেখান থেকে বিজেপি নেতা ভীস্মদেব ভট্টাচার্যে দুজন সাংসদ সহ বাইরে থেকে লোক ভাড়া নিয়ে এসে ক্ষমতা প্রদর্শন করেছিলেন, আজ সেখান থেকেই স্বপন দেবনাথের নেতৃত্বে মিছিল পাল্টা জবাব দিল। বাইরে থেকে কাউকে না এনে শুধু মেমারি বিধানসভা এলাকার মানুষকে নিয়েই জনজোয়ারে ভাসিয়ে জবাব দিলেন। তবে জমে উঠেছে রাজনৈতিক চাপ পাল্টা চাপ বকলমে হুঁশিয়ারির প্রতিযোগিতায়। বামুনপাড়া মোড়ে মিছিল শেষে এক সারিতে দাঁড় করিয়ে দিলেন বিধায়ক নার্গিস বেগমকে সামনে রেখে দুই ব্লক সভাপতি মধুসূদন ভট্টাচার্য, মহঃ ইসমাইল, শহর সভাপতি অচিন্ত্য চ্যাটার্জী, জেলার সহ সভাপতি স্বপন বিষয়ী, দুই সাধারণ সম্পাদক সুপ্রিয় সামন্ত ও স্বপন ঘোষালকে শপথ করিয়ে নিলেন একসঙ্গে দলের জন্য কাজ করবেন। মিছিলে উপস্থিত ছিলেন জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার। এখান থেকে স্বপন দেবনাথ হুঁশিয়ারি দিলেন, ‘আপনারা বিবেকানন্দ ইয়ংস কর্ণারের ছেলেদের হাত পা ভেঙে দেওয়ার কথা বলেছেন দেখা যাবে নির্বাচনের পর আপনারা সঠিক প্রকল্পের সুবিধাগুলো পেয়েছেন কিনা।’ অন্যান্য নেতৃত্ব হুঁশিয়ার দেন, ‘ময়দান তৈরি, খেলা হবে, তাওয়া তৈরি, শুধু সেঁকে দেওয়ার অপেক্ষা’ ইত্যাদি বলে।