আজ থেকে রাজ্যে শুরু হচ্ছে দুয়ারের সরকার এবার বুথে বুথে

লুতুব আলি, বর্ধমান, ১ এপ্রিল : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে পঞ্চম পর্যায় দুয়ারে সরকার ক্যাম্প সাফল্যের শীর্ষে পৌঁছেছে। ১ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত দুয়ারের সরকার এবার বুথে বুথে শুরু হচ্ছে। বুথ ভিত্তিক এই কর্মসূচির রূপায়ণ হলে উপভোক্তাদের তৃণমূল স্তরে পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার বদ্ধপরিকর। পঞ্চম পর্যায়ে দুয়ারে সরকার ৩.৭১ লক্ষের বেশি শিবির এবং ৬.৭৭ কোটির বেশি উপভোক্তাদের পরিষেবা পেয়েছেন। ১ এপ্রিল থেকে ১০ এপ্রিল প্রথম রাউন্ডে আবেদন পত্র গ্রহণ শিবির অনুষ্ঠিত হবে। দ্বিতীয় রাউন্ডে ১১ থেকে ২০ এপ্রিল পরিষেবার শিবির হবে। ৩১মার্চ রাজ্যে জেলাভিত্তিক জেলা শাসক রা ও অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা দুয়ারের সরকার এবার বুথে বুথে এই কর্মসূচিকে ত্বরান্বিত করতে এবং জনসচেতনতার জন্য বর্ণাঢ্য পদযাত্রায় অংশ গ্রহণ করেন।এই কর্মসূচির অঙ্গ হিসাবে এদিন জেলা শাসক চত্বরের মেন্ডেলা পার্ক থেকে শোভা যাত্রা কার্জন গেট হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।এই শোভা যাত্রা য় অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা শাসক সাধারণ সুপ্রিয় অধিকারী,জেলা তথ্য সংস্কৃতিক আধিকারিক রাম শংকর মন্ডল ও অন্যান্য আধিকারিক রা। এদিন এ ব্যাপারে এক সাংবাদিক সম্মেলনে জেলা শাসক প্রিয়াঙ্কা শিংলা জানান, এবার সর্বাধিক মানুষের কাছে বিভিন্ন ভাবে এই পরিষেবা পৌঁছে দেবার ব্যবস্থা করা হয়েছে।