|
---|
সংবাদদাতা : পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত হল প্রতিবাদ সভা। ও তার সংশোধনী দিলেন নামে কালা কানুনের বিরুদ্ধে ও আজমীর শরীফ এবং সম্বলপুর মসজিদে সার্ভের নামে বিতর্ক তৈরির অপচেষ্টার বিরুদ্ধে এই সমাবেশে হাজার হাজার মানুষ সোচ্চার হয়। সমাবেশে বক্তব্য রাখেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবডের কার্যনির্বাহী সদস্য মাওলানা আবু তালেব রহমানী, সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক কামরুজ্জামান, বেঙ্গল ভলেন্টিয়ার্স এর সদস্য রাজিব কান্তি রায়, কারী রহমত আলী নাদবি, মাওলানা হাসিবুর রহমান, শেখ ফজলুর রহমান, শেখ ইসরাইল আলি, মাস্টার নজরুল আলী খান প্রমুখ।
মাওলানা আবু তালেব রহমানী বলেন ভারতে হিন্দু মুসলমান একসঙ্গে বসবাস করবে। এটা আমাদের দেশের বিশেষত্ব। যাদের এটা পছন্দ হবে না, তারা দেশের বাইরে চলে যাবে। সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক কামরুজ্জামান বলেন দেশের কোন মসজিদ বা মাদ্রাসার এক ইঞ্চি জায়গা নরেন্দ্র মোদিদের জন্য ছাড়া হবে না। প্রয়োজনে সর্বশক্তি দিয়ে সর্বত্র সংগ্রাম চলবে। রাজীব কান্তি রায় বলেন এই লড়াই কেবল মুসলমানদের স্বার্থে নয়। এ লড়াই দেশের সম্প্রীতি, ধর্মনিরপেক্ষতা ও সাংবিধানের মর্যাদা অক্ষুন্ন রাখার লড়াই।