কেন্দ্রীয় ও রাজ্য সরকারের একাধিক কাজের বিরোধিতা করে মোথাবাড়িতে প্রকাশ্য সভা করল উত্তরপ্রদেশের অখিলেশ যাদবের সমাজবাদী দল

নতুন গতি, ওয়েব ডেস্ক : কেন্দ্রীয় ও রাজ্য সরকারের একাধিক কাজের বিরোধিতা করে মোথাবাড়িতে প্রকাশ্য জনসভা করলেন উত্তরপ্রদেশের অখিলেশ যাদবের সমাজবাদী দল। উত্তর লক্ষীপুর স্ট্যান্ডে এই প্রকাশ্য জনসভা অনুষ্ঠিত হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্য ও জেলা মহিলা সভার সভানেত্রী সেবি বেগম , সমাজবাদী পার্টির রাজ্য নেতা  ও সাহিত্যিক  মানিক ফকির , বিশিষ্ট সাহিত্যিক প্রিয়ংবদা দেবী ও হরশিদ । সমাজ বাদি দলের মালদা জেলা প্রেসিডেন্ট মনসুর আলম, ও ব্লক প্রেসিডেন্ট মাজহারুল হক।

    এদিনের সভায় প্রচুর সমাজবাদী কর্মী উপস্থিত ছিলেন।  সমাজবাদী পার্টির জেলা সহ-সভানেত্রী সেবি বিবি জানান, ”  বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বার্ধক্য ভাতা  সহ ১১ দফা দাবি নিয়ে  আমরা গত ডিসেম্বর মাসে বিক্ষোভ কর্মসূচি পালন করেছিলাম। বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা থেকে স্থানীয় মানুষ দীর্ঘদিন থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের দাবিগুলো নিয়ে আমরা আন্দোলন করেছি। মোথাবাড়িতে আমাদের বৃহত্তর শক্তি আছে। তাই আগামী বিধানসভা নির্বাচনে মালদা জেলায় আমরা একমাত্র মোথাবাড়ি বিধানসভায় প্রার্থী দিতে চাই। তিনি আরো জানান , “এনআরসি ও ক্যাব নিয়ে বিজেপির বিরুদ্ধে মমতা ব্যানার্জি যতই চিৎকার আন্দোলন করুক, সেটি আসলে ভাউতা।

    দামাল বাংলার পরিচালক ও বিশিষ্ট সাহিত্যিক মানিক ফকির জানিয়েছেন” ভারতবর্ষের মানুষ কখনোই সাম্প্রদায়িক নয় । কিন্তু এই মুহূর্তে দুটি দল নিজেদের রাজনৈতিক স্বার্থে ধর্মের আফিম তৈরি করে জনগণের মধ্যে সেগুলো খাইয়ে দিচ্ছে । সাধারণ মানুষ সেই আফিম খেয়ে নেশায় বিভোর হয়ে মারদাঙ্গা রাজনৈতিক লড়াই খুন পর্যন্ত বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে। এর থেকে অবিলম্বে মানুষ যদি সাবধান না হয় আগামী দিনে ভয়ানক বিপদ হবে ।”