অক্ষরকথার সাহিত্য সভা ও পত্রিকা প্রকাশ

সুর ইসলাম: মেমারি: ১৮ নভেম্বর : কলকাতার নলিনী গুহ সভাঘরে ১৮ নভেম্বর বিকাল তিনটা থেকে অনুষ্ঠিত হয় কলকাতার অক্ষরকথা সাংস্কৃতিক পরিষদ এর সাহিত্য সভা ও পত্রিকা প্রকাশ অনুষ্ঠান। সম্পাদক স্বরূপ চক্রবর্তী এবং অতিথিবৃন্দ পার্থসারথি গায়েন, সোনালি ঘোষ, জয়দীপ চট্টোপাধ্যায়, তণিমা ভট্টাচার্য্য, শাশ্বতী বন্দোপাধ্যায় প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে অক্ষরকথা পত্রিকা এবং একটি ফোল্ডার “আগুন দলিল” প্রকাশিত হয় । উপরিউক্ত গুণীজনের সঙ্গে সুব্রতা সাহা বসু, সুমনা ভট্টাচার্য্য, রণিতা ব্যানার্জী, লিপিকা দে, স্বাগতা ভট্টাচার্য্য, অতসী হালদার, সুস্মিতা কুন্ডু ভৌমিক, মৌসুমী আদক, কৌশিক শীল, সৌমিত্র চট্টোপাধ্যায়, সুফি রফিক উল ইসলাম প্রমুখ প্রায় পঞ্চাশ জন এই মহতী সাহিত্য সভায় উপস্থিত ছিলেন। সমগ্ৰ অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মৌসুমী আদক ও সুমনা ভট্টাচার্য্য।