অলবেঙ্গল মাইনোরিটি এ্যাসোসিয়েশন শান্তির জন্য সকল জাতির কাছে আহবান জানান।

সংবাদদাতা:  উলুবেড়িয়া নিমদিঘী মোরে এক পথসভার আয়োজন করলো অলবেঙ্গল মাইনোরিটি এ্যাসোসিয়েশন
ঐদিন বিভিন্ন বক্তারা উপস্থিত হয়ে দেশ তথা রাজ্যে শান্তির জন্য সকল জাতির কাছে আহবান জানান। তাবরেজ আনসারি সহ আরোও যাদের এক স্লোগানের ভিত্তিতে যাদের হত্যা করা হয়েছে, এর প্রতিবাদ জানিয়ে।হত্যাকারিদের শাস্তির দাবি করেন (আবমার) সিঙ্গুর ব্লক সম্পাদক মফিজুর রহমান বলেন যে স্লোগানের ভিত্তিতে মানুষকে জোড়জুলুম করে বলতে বাধ্য করা হয়।শুধু তাই নয় নির্মমভাবে হত্যা ও করা হয়। সে স্লোগান কোনো ধর্মিও স্লোগান নই এটা একটা চক্রান্ত।তাই সমস্ত হিন্দু মুসলিম তথা ভারতবর্ষের মানুষকে একতা বদ্ধভাবে থেকে সুন্দর ভারত গড়তে হবে যারা মানুষের উপর নির্মমভাবে অত্যাচার করবে সে যে যাতি হোক তাদেরকে শাস্তি পেতে হবে।এছাড়াও উপস্থিত ছিলেন (আবমার)বাউজুল হোসেন সাহেব।সম্পাদক নাজিবুল হক সাহেব।ডাঃ আব্দুল মান্নান সাহেব।মাওঃ আরিফুল্লা সাহেব।বাউজুল হোসেন সাহেব বক্তব্যে বলেন যে মাদ্রাসাকে কেন্দ্র করে যারা উঠে পেরে লেগেছে যে মাদ্রাসায় জঙ্গি হয়। সাধারন জনগনের মাঝে বলেন এটা একটা অপপ্রচার।আরো বলেন মাদ্রাসায় যদি জঙ্গি হয় তাহলে আই বি ডি আই দেখাক কি করছে মাদ্রাসা বোর্ড চুপকরে কেনো বসে আছে দেখাক কোন মাদ্রাসায় জঙ্গি শিক্ষা হয় তাহলে মাদ্রাসা বন্ধ করে দেবো।আহলে সুন্নাতুল জামাতের মহকুমা সম্পাদক ডাক্তার আফতাবউদ্দিন বলেন মাদ্রাসা পরেছিলেন স্বাধীনতার প্রথম সারির পির বুজর্গরা।নিমদিঘী বড়ো মসজিদের ইমাম সমস্থ ইমাম সাহেবদের এক হওয়ার আহবান জানান।এছাড়াও অনেকে বক্তব্য রাখেন।(আবমার)সম্পাদক নাজিবুল সাহেবের দুওয়ার মাধ্যমে সভা সমাপ্তি হয়৷