সোমবার আল হাদি ফাউন্ডেশন এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গুনিজন সংবর্ধনা ও নাগরিক কনভেনশন

মোঃ আহসানুল বারী,নতুন গতি :

    সোমবার আল হাদি ফাউন্ডেশন এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নিউটাউন কুলবেড়িয়া আল হাদি ব্রাইট মিশন এর কনফারেন্স হলে গুনিজন সংবর্ধনা ও নাগরিক কনভেনশন এর আয়োজন করা হয়, উক্ত কনভেনশনে বাঙালী নারী শিক্ষার অগ্রদূত বেফম রোকেয়া সাখাওয়াত স্মৃতি সম্মাননা প্রদান করা হয়, বিশিষ্ট সাহিত্যিক ও তালিম পত্রিকার সম্পাদক লেখক আবু রিদা সাহেব ও বিশিষ্ট সমাজসেবি শিখ ধর্ম গুরু শুখনন্দন সিং আলুওয়া মহাশয় কে, জাতীয় পতাকা সংগঠন এর পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা হয়,পতাকা উত্তোলন করেন সংগঠন এর চেয়ারম্যান মোঃ আহসানুল বারি ও সম্পাদক সহিদুল্লাহ তারপর পবিত্র কুরআন তেলওয়াত করেন হাওড়া জেলা সম্পাদক মাওঃ জাহাঙ্গীর সাহেব নায়াত পরিবেশন করেন দঃ বঙ্গের সাংগঠনিক সম্পাদক আলুমুর রহমান ,সম্পাদক সাহেব উধবোধনি ভাষনে বলেন ভবিষ্যৎ পরজন্মকে মূল্যবোধ সম্পন্ন আধুনিক শিক্ষায় শিক্ষিত না করলে চেদেশ ও জাতির উন্নতি হতে পারে না, সুখনন্দন সিং বলেন ভারতের বিচ্ছিন্নতাবাদী শক্তিকে যে কোন মুল্যেই প্রতিহত করতেই হবে,চেয়ারম্যান সাহেব তার বক্তব্যে বলেন ভারতের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আমাদের জন্য প্রকট সমস্যা এবং অশিক্ষা আমাদের সমাজকে আরো পিছনে ঠেলে দিচ্ছে এর থেকে আমাদের সমাজ কে বার করতে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজন তাহলেই আমরা সমাজকে শিক্ষিত করে তুলতে পারবো তাহলে দেশ জাতির সুন্দর ভবিষ্যৎ গড়ে উঠবে, এ দিনে চেয়ারম্যান আহসানুল বারী সাহেবের ফিতা কাটার মাধ্যমে আল হাদি ব্রাইট মিশন এর যাত্রা শুরু করা হয়,এদিনের অনুষ্ঠানে উপস্তিত ছিলেন সংগঠন এর বিভিন্ন জেলা নেতৃত্ব জাহাঙ্গীর আলম, আব্দুল্লাহ, জুল্ফিক্কার, আমানুল্লাহ, আকরামুল সর্দার, আসমত আলি,আলিমুর রহমান প্রমুখ, এ দিনের সভায় উপস্থিতির হার ছিল চোখে পড়ার মত।