|
---|
আয়ুব আলি,উওর২৪পরগনা : জগদ্দল এ আজ ১লা ডিসেম্বর, বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে আয়োজক সংস্থা জানিয়েছেন আগামী ১৬,১৭ ও ১৮ ডিসেম্বর উওর২৪পরগনা র জগদ্দল বিধানসভায় মন্ডলপাড়া হাই স্কুল ময়দানে অল ইন্ডিয়া ২য় ফেডারেশন কাপ কবাডি চ্যামপিয়নশিপ ২০২২ হতে চলেছে, ফুটবল ক্রিকেটের পাশাপাশি কবাডি র প্রসার হয় তার ই উদ্যোগে এবং এই এলাকায় একটা সময় কবাডির আখড়া ছিল,এলাকায় বেশকিছু ছেলেমেয়ে কবাডি খেলার মাধ্যমে চাকরি পেয়েছে, উপযুক্ত খেলার প্রসার না হওয়ার জন্য এই প্রজন্ম হারিয়ে যাচ্ছে,মাঠ গুলো ধা-ধা করছে ,ছেলে গুলো অন্য দিকে কনভার্ট হচ্ছে ,পুনরায় সেই জায়গায় ফিরিয়ে আনতে এই প্রচেষ্টা, আবার কাকিনাড়া – ভাটপাড়া বিভিন্ন সময় খবরের শিরোনামে এসেছে , ভাটপাড়া কাকিনাড়ায় ক্রীড়া সচেতনতা বৃদ্ধি করতে এই ধরনের টুর্নামেন্টের আয়োজন। আয়োজক সংস্থা আরো জানিয়েছে ১৬ ই ডিসেম্বর বেলা ২ টায় বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে ও বিভিন্ন সেলিব্রেটি আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তারপর ৪টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত চলবে প্রথম দিনের সূচী পরের দিন ১৭ই ডিসেম্বর সকাল ১০টা থেকে রাত্রি ১০ টা ও ১৮ই ডিসেমবর ফাইনাল সমাপ্তি দিন, প্রতিদিনই ফ্লাড লাইটে,৩৬টা রাউন্ড রবিনে মোট ৪২টা ম্যাচ অনুষ্ঠিত হবে তিনদিন ব্যাপি। ৮টি রাজ্য থেকে অংশগ্রহণ করবে কবাডি- র দল যথাক্রমে হরিয়ানা, উওর প্রদেশ, চন্ডিগড়, তেলেঙ্গনা, ঝাড়খন্ড, ওডিষ্যা, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ।