আল-মদিনা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বিনা খরচে চোখের ছানি অপারেশন ও চক্ষু পরীক্ষা শিবির হতে চলেছে

নিজস্ব সংবাদদাতা : আল-মদিনা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রোটারি ক্লাব হুগলি আই হসপিটাল এর ব্যবস্থাপনায় প্রকৃত দরিদ্রদের বিনা খরচে চোখের ছানি অপারেশন করাতে চক্ষু পরীক্ষা শিবির হতে চলেছে। আগামী ২৯ মে, বাংলার ১৪ জ্যৈষ্ঠ সকাল হতে হাটপুকুর মামুন ন্যাশনাল স্কুলে এই শিবির হবে। এখানে কেবল মাত্র চোখের ছানি পরীক্ষা হবে এবং নির্ণীত রোগীদের রোটারি আই হসপিটাল বাঁশবেড়িয়াতে অপারেশন করা হবে। বিশেষভাবে মনে রাখবেন ৩০০ রোগীর চোখ পরীক্ষার ব্যবস্থা থাকবে । রোগীরা আগে এলে আগে দেখানোর সুযোগ পাবেন এই ভিত্তিতে ডাক্তারবাবুরা চোখ দেখবেন। ওই নির্দিষ্ট তারিখে এলেই হবে আগে থেকে নাম লেখানোর প্রয়োজন নেই বলে জানান আল-মদিনা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষে কাজী মহঃ ইয়াসিন। বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন 87688 25500 এবং 9378019558 নম্বরে।