ডাক্তারি পড়ুয়াদের সম্বর্ধনা সভা আল আকরাম মিশনে

সংবাদদাতা : ২২শে মার্চ মঙ্গলবার সমাজসেবী ও শিল্পপতি মোস্তাক হোসেন সাহেবর প্রতিষ্ঠাতা জি ডি স্টাডি সার্কেল দ্বারা পরিচালিত আল আকরাম মিশন । প্রাক্তন I, A, S নুরুল হক ও প্রাক্তন পুলিশ অফিসার মসিউর রহমান দ্বারা নির্মিত আল আকরম মিশনে ডাক্তারি পড়ুয়াদের সম্বর্ধনা সভা, দিঘুলি বাসস্ট্যান্ড, রামপুরহাটে অনুষ্ঠিত হয়। ইউক্রেইনে ডাক্তারী পড়ুয়া মিসবাউদ্দিন শেখ বাড়ি উত্তর রামপুর, বীরভূম এবং মিনহাজুদ্দিন বাড়ি মাঝিড়া গ্রাম, বীরভূম। ইউক্রেইনের KIYU medical univercity এর ছাত্র।  মিসবাউদ্দিন final year এর ছাত্র, সামনে মে মাসে ফাইনাল পরীক্ষা ছিল। কিন্তু দেশের পরিস্থিতির স্বীকার হয়ে ২৮ ফেব্রুয়ারি মিসবাউদ্দিন ৫০জন ভারতীয় ছাত্র কে একত্রিত করে ভারতে আসার জন্য ৩কিমি পথ পায়ে হেঁটে KIYU শহর ছাড়েন। নিকট বর্তী রেল স্টেশনে এসে ৮ ঘন্টা ট্রেন জার্নি করে লাভিভ স্টেশন পৌঁছান। সেখান থেকে সব ছাত্র কে নিয়ে ২৫০কিমি বাস জার্নি করেহাঙ্গেরি বর্ডার, সেখান থেকে পুনরায় ট্রেন ধরে budapest পৌঁছান। পরে ভারতীয় দূতাবাসের কর্মীরা তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ভারতীয় বিমানে দিল্লি পৌঁছান ৫০ জন ভারতীয় ছাত্র কে নিজের জীবন ঝুঁকি নিয়ে ভারতে পৌঁছনোর দায়িত্ব যে নেয় তাকে ধন্যবাদ না দিয়ে থাকা যায়। তাই মিশনের অদূরে থাকা দুই হবু ডাক্তার মিসবাউদ্দিন ও মিনহাজুদ্দিন কে মিশন কর্তৃপক্ষ উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানালেন, মিশন সেক্রেটারি মোঃ হাবিবর রহমান বিশেষ কাজে এখন পশ্চিম বঙ্গের বাইরে আছেন কিন্তু তার নির্দেশে মিশন পরিচালন কমিটির সহকারী সম্পাদক ইমাম গাজ্জালী মহাশয় শিক্ষক মন্ডলীর সহযোগিতায় অনুষ্ঠানটি করেন। সব শেষে মিশন মৌলানা শফিউল হক সব ছাত্রের জন্য আল্লার কাছে দোয়া খায়ের করেন।