|
---|
সংবাদদাতা : শুক্রবার, ফুরফুরা শরীফের মোল্লাপাড়ায় আল আমিন শিক্ষা কেন্দ্র স্কুলে বিশ্ব মনীষী কোষ পরিষদ ও আল আমিন শিক্ষা কেন্দ্র এর যৌথ প্রয়াসে হজরত সুফি পীর আবুবকর সিদ্দিকী রাহ এর ৮৫-তম ওফাত দিবস ও বঙ্গবন্ধুর ১০৪-তম জন্ম দিবস উপলক্ষে সাহিত্য সভা, আলোচনা সভা,আল আমিন শিক্ষা কেন্দ্র স্কুলের শিশুদের তৃতীয় বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ গুণিসম্মাননার অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে পীর আবুবকর সিদ্দিকী রাহ এর জীবন প্রবাহ নিয়ে সারগর্ভ ভাষণ দেন,অল বেঙ্গল মাইনোরিটি আসোসিয়েশনের সভাপতি মাওলানা আবু আফজাল জিন্না। আবু আফজাল জিন্না-কে সমাজসেবা ও উল্লেখযোগ্য সংগঠক হিসেবে এই বছর কবি নজরুল আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত করা হয়। পুরস্কার তুলে দেন, বিশ্ব মনীষী কোষ পরিষদ -এর আন্তর্জাতিক সম্পাদক মুহাম্মদ নাসেরউদ্দিন। এছাড়া সম্মানিত হন, সুরমান আলী মন্ডল, সুজাতা দাস, অপূর্ব কুমার বিশ্বাস,নারায়ণ চন্দ্র দে, চৈতালী দাস মজুমদার, জয়নাথ রায়,মোল্লা হাফিজুর রহমান প্রমুখ। বক্তাগণ আল আমিন শিক্ষা কেন্দ্র স্কুলের শ্রীবৃদ্ধি ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।