*মুখরিত আল-আকসা প্রাঙ্গন, হাজার হাজার এতেকাফকারীর আগমনে

 

    আসিফ আলম, নতুন গতি, বহরমপুর

    রমযানের শেষ দশকে এতেকাফ করতে আসা শতশত মুসল্লির যিকির-আযকারে মুখরিত হয়ে উঠছে মুসলিম উম্মাহর প্রথম কিবলা হিসেবে খ্যাত ফিলিস্তিনের পবিত্র মসজিদ আল-আকসা ও তার বিস্তৃত প্রাঙ্গণ।

    ফিলিস্তিনি ধর্মমন্ত্রণালয়ের পক্ষ থেকে রমযানের শেষ দশকে মুসল্লিদের জন্য ‘বাবুল ইতেকাফ’ খুলে দেওয়ার ঘোষণা আসার পর থেকেই আল-আকসায় ধর্মপ্রাণ মুসল্লিদের ভীড় উল্লেখযোগ্য সংখ্যক হারে বৃদ্ধি পেয়েছে।

    তাছাড়া, গতকাল ২৫ মে রাতে তারাবীর নামাজ আদায় করতে হাজির হয়েছিলেন হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি।
    পবিত্র মসজিদ আল-আকসায় ফিলিস্তিন ছাড়াও বিশ্বের নানাপ্রান্তের মানুষ এসে ইতেকাফ আদায় করতে ভালোবাসেন।
    এটি মুসলমানদের প্রথম কিবলা। মর্যাদা বিবেচনায় হারামাইন শরীফের পরেই এর অবস্থান।