|
---|
সংবাদদাতা : আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে দ্য কোরআন স্টাডি সার্কেলের পক্ষ থেকে বিনামূল্যে অনুবাদকৃত কোরআন মজিদ বিতরণ করা হল উপস্থিত ছিলেন আমানত ফাউন্ডেশন ট্রাস্ট এবং দ্য কোরআন স্টাডি সার্কেলের চেয়ারম্যান জনাব মুহাম্মদ শাহ আলম সাহেব,অল ইন্ডিয়া উলামা বোর্ডের রাজ্য সম্পাদক তথা দ্য কোরআন স্টাডি সার্কেলের রাজ্য কনভেনর মুহঃ রাকিব হক,সেখ ইসমাইল,আবিদ হোসেন, ইমরান হোসেন মোল্লা।উক্ত অনুষ্ঠানে জনাব মুহাম্মদ শাহ আলম বলেন, উপস্থিত ছাত্রদের উদ্দেশ্যে, যে তারা সমস্ত বিষয়ে পড়ার সাথে সাথে প্রতিদিন কুরআন অনুবাদ সহ পড়ার জন্য কারণ কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় এবং পথ দেখায় কোরআন উত্তম চরিত্র তৈরি করতে সাহায্য করে। পিতা-মাতার সেবা করার জন্য পরামর্শ দেন।এই বিষয়ে মুহাম্মদ রাকিব হক বলেন, “এই কোরআন যেখানেই যার সাথে স্পর্শ করেছে সেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মানিত ঘোষিত হয়েছে তাই সকলের কাছে একান্ত অনুরোধ কুরআনের সাথে থাকুন।”