আলিপুরে isf প্রার্থী মজনু লস্কর একেবারে শেষবেলায় মনোনয়ন জমা দিলেন।

বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার: দক্ষিণ ২৪ পরগনা জেলার সকল প্রার্থীই আলিপুর ট্রেজারি বিল্ডিংএ এসে মনোনয়ন জমা দেন। সেই মতো ডায়মন্ড হারবার লোকসভার isf মনোনীত বিধায়ক নওশাদ সিদ্দিকীর পছন্দে র প্রার্থী মজনু লস্কর ও তার মনোনয়ন দাখিল করলেন সেখানে।এদিন ডিষ্ট্রিক মেজিস্ট্রেট এ একেবারে শেষবেলায় এসে মনোনয়ন জমা দেন তিনি। জোট নিয়ে সেখানেই বলেন, রাজনীতির কিছু কিছু বাধ্যবাধকতা থাকে। তা মেনে দলের পক্ষ থেকে অনেক সিদ্ধান্ত নিতে হয়। মজনু লস্করের কথায়, দেরিতে এলেও সময়ে এসেই মনোনয়ন জমা দিয়েছেন। বামেদের সঙ্গে জোট নিয়ে প্রশ্নের জবাবে সেখানেই মজনু বলেন গত বিধানসভার ফল তো সকলেই দেখেছে,সেই জন্য মনে হয় ভয় পেয়েছে। সিপিএমের পাশাপাশ এদিন তৃণমূল ও বিজেপিকেও আক্রমণ করে এক হাত নেন মজনু লস্কর। তিনি বলেন, তৃণমূল, বিজেপি কর্পোরেট দল। আইএসএফ গরিবের দল। গরিবের পাশে থাকতে চায়, গরিবের কাছেই তাঁদের ভোটপ্রচার। বিজেপি শুধু ধর্ম কে সামনে নিয়ে জাতি ভেদাভেদ করে দেশে ক্ষমতায় থাকতে চায়। তার বিশ্বাস সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারলে ভালো ফল পাওয়া যাবে।