|
---|
সেখ আব্দুল আজিম,চণ্ডীতলা : অদ্য ২৪ সেপ্টেম্বর, তে আলিপুর সতীশ চন্দ্র পাল উচ্চতর বিদ্যালয়ে স্কুলের ৫০তম বর্ষ উৎযাপন উপলক্ষে ‘ সুবর্ণ জয়ন্তী স্মারক তোরণের ‘শুভ উদ্বোধন করলেন স্থানীয় বিধায়ক ‘স্বাতী খন্দকার ‘!বিধায়ক ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ‘আসিফ আলী ‘,স্থানীয় নবাবপুর গ্রামপঞ্চায়েত প্রধান ‘রীনা সাঁতরা, উপপ্রধান ‘জাহাঙ্গীর মল্লিক! এছাড়াও এই মহতী অনুষ্ঠানে আমন্ত্রিত ব্যক্তির আসন অলঙ্কৃত করেছিলেন চণ্ডীতলা ১ পঞ্চায়েত সমিতির বনভূমি ও ভূমি দপ্তরের স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ ‘সেখ মোসারাফ আলী ‘ পঞ্চায়েত সমিতির সহকারী -সভাপতি ‘মলয় খাঁ ‘সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীগণ! এই বিশেষ অনুষ্ঠান উপলক্ষে ছাত্রছাত্রীরা আবৃত্তি -নৃত্য সহ বিভিন্ন অনুষ্ঠানে নিজেদের কে আত্মনিয়োগ করেছেন! এছাড়াও এই একই দিনে পশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থাগার দপ্তরের অর্থানুকূল্যে ও চণ্ডীতলা ১ পঞ্চায়েত সমিতির যৌথ উদ্দোগে ‘পাকুড় তরুণ সাহিত্য মন্দির ‘তথা লাইব্রেরীর নবনির্মিত পাঁচিল এর দ্বারোদঘাটন করেন ‘বিধায়ক ‘ স্বাতী খন্দকার! এই দৃষ্টিনন্দন অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপরিউক্ত পদাধিকারী ব্যক্তিরা উপস্থিত ছিলেন!!