রাজ্যের বিভিন্ন জেলায় আলিয়া বিশ্ববিদ্যালয়ের তরফে ত্রাণ বিতরণ

রাজ্যের বিভিন্ন জেলায় আলিয়া বিশ্ববিদ্যালয়ের তরফে ত্রাণ বিতরণ

    নতুন গতি ডেস্ক: আলিয়া বিশ্ববিদ্যালয়ের এনএসএস শাখার উদ্যোগে রাজ্যজুড়ে কয়েকটি জেলার বিভিন্ন গ্রামে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। তবে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দেশের যে কোন প্রান্তে বিপর্যয়, বন্যা ও মহামারী কবলিত গরিব মানুষের সেবায় বরাবর ঝাপিয়ে পড়েন। ২০১৭ সালে উত্তরবঙ্গের বন্যা কবলিত মানুষের পাশে বিশাল পরিমাণ ত্রাণ সামগ্রী বিতরণ করেছিলেন এবং কেরালার বন্যা পীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন এনএসএসের দায়িত্বপ্রাপ্ত কোর্ডিনেটর ও ভূগোল বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ডঃ মুহাম্মদ মোস্তাকিমের নেতৃত্বে। বারবার মানবিক মুখ দেখেছি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। সারা দেশজুড়ে লকডাউন ও বিশ্ববিদ্যালয় ছুটি। তার মধ্যেও সামাজিক দূরত্ব বজায় রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে স্বেচ্ছাসেবক দল নিজেদের জীবন বিপন্ন করে ত্রাণ সংগ্রহ করেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ভারপ্রাপ্ত আধিকারিকদের উদ্যোগেই রাজ্যজুড়ে ত্রাণ বিতরণের উদ্যোগ গ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ আলী, রেজিস্ট্রার আমজেদ হোসেন, সহকারী রেজিস্ট্রার ডঃ শেখ আশরাফ আলী প্রচেষ্টায় রাজ্যজুড়ে ত্রাণ বিতরণ। বিশ্ববিদ্যালয়ের তরফে জানান চারশো পরিবারকে তিনশো টাকার খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। খাদ্য সামগ্রী হিসাবে দেওয়া হয় চাল, আটা, ডাল, আলু, পেঁয়াজ, সরিষার তেল, মুড়ি, লবণ, সাবান প্রভৃতি। বিশ্ববিদ্যালয়ের পক্ষে অসহায় মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন এনএসএস বিভাগের দায়িত্ব প্রাপ্ত ছাত্রছাত্রীরা।প্রধানত খাদ্য বিতরণ করা হয় বাঁকুড়া শহরের বস্তি অঞ্চলের গরীব মানুষদের মধ্যে এবং মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত ইসলামপুর গ্রামে। খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় মালদার কালিয়াচকের রানুচক ও আলিপুর সংলগ্ন এলাকায় এবং নদিয়ার কৃষ্ণনগরের দেবীপুর এলাকায়। এছাড়া উত্তর ২৪ পরগনার বীড়া, মল্লিকপাড়া ও হাবরা অঞ্চলে এবং দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। বিশ্ববিদ্যালয়ের আরো দুজন এনএসএস শাখার ভারপ্রাপ্ত অফিসার ডঃ নাসিম আলী এবং ডঃ জাহাঙ্গীর আলাম খাদ্যসামগ্রী বিতরণে যুক্ত ছিলেন। ডঃ মুস্তাকিম বলেন দীর্ঘ লক ডাউনে বহু মানুষের কোন রোজগার নেই এবং তাই তাদের মধ্যে খাদ্য সংকট দেখা দিয়েছে। এই সমস্থ গরিব মানুষের কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা উদ্যোগ গ্রহণ করি এবং আমরা লাগাতার খাদ্য বিতরণের কাজ চালিয়ে যাবো সাধ্যমত।